ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন (Dilip Ghosh Marriage) রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। দিলীপের পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি দীর্ঘ দিনের বিজেপিকর্মী। মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। প্রাতঃভ্রমণে ৪৭ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে। রিঙ্কু মজুমদার বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত।
বৈদিক মতে বিয়ে সারবেন (Dilip Ghosh Marriage)
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনে বৈদিক মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু (Dilip Ghosh Marriage)। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারছেন দু’জনে। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মাত্র ৩০ জন। ইতিমধ্যেই সকালবেলা তাঁর নিউটাউনের বাড়িতে আসেন গেরুয়া শিবিরের নেতানেত্রীদের। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনশলরা তাঁর বাড়িতে যান। উপহারও দেন। এবং দিলীপ ও রিঙ্কুকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপহার পাঠালেন ফুল।
হাজির থাকবেন দুই বাড়ির ৩০ (Dilip Ghosh Marriage)
বিয়েতে হাজির থাকবেন দুই বাড়ির ৩০ জন আর নিরাপত্তারক্ষী ১০ জন। আমন্ত্রিত সহ ৪০ জনের খাবারের আয়োজন করা হয়েছে। মেনুতে থাকছে- ভাত, ডাল, আলুর চিপস, পাঁচমিশেলি তরকারি, কাতলা মাছের কালিয়া, আইসক্রিম, রসগোল্লা (Dilip Ghosh Marriage)। আগামী ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা নবদম্পতি রিঙ্কু ও দিলীপের।
আরও পড়ুন: Dilip Ghosh Wedding: ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি নিচ্ছেন দিলীপ, পার্লারে হবু ঘরণি রিঙ্কু
মায়ের কথায় বিয়েতে রাজি
প্রায় প্রতিদিনই ইকো পার্কে নিয়ম করে হাঁটতে যান দিলীপ। সারেন জনসংযোগ। তারই মাঝে রিঙ্কুর সঙ্গে আলাপ। তার থেকেই সম্পর্কের শুরু। জানা যাচ্ছে, রিঙ্কুও দলেরই সদস্য। উত্তর কলকাতা শহরতলির বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক তিনি। নিউটাউনের বাসিন্দা। তিনি বিবাহ বিচ্ছিন্না। বছর পঁচিশের এক যুবকের মা। তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। দিলীপের ঘনিষ্ঠমহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ। তিন মাস সময় নিয়েছেন তিনি।পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ।