ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় (Dilip Ghosh Wedding) জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন রাজ্যের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে ‘চিরকুমার’ হিসেবে পরিচিত দিলীপবাবু এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী রিঙ্কু মজুমদার, যিনি একজন গৃহবধূ এবং এক সন্তানের মা। রিঙ্কুর পুত্র সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। দিলীপ ঘোষের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণই হঠাৎ নেওয়া নয়, বরং অনেক চিন্তাভাবনার ফসল।
ঘরোয়া পরিসরেই বিয়ে (Dilip Ghosh Wedding)
দিলীপের এই বিবাহ অনুষ্ঠান একেবারেই ঘরোয়া পরিসরে (Dilip Ghosh Wedding) অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত থাকবেন বর-কনের পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিজেপি নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন ব্যক্তিগত অধ্যায়ের উন্মোচনে স্বভাবতই জল্পনা ও কৌতূহল চরমে। যদিও দিলীপবাবু নিজে কোনও আড়ম্বর চাননি, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বইছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ ইতিমধ্যেই তাঁর বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছেন।
বিশেষভাবে জন্মদিন উদযাপনের পরিকল্পনা (Dilip Ghosh Wedding)
এই বিয়ের সঙ্গে একটি আকর্ষণীয় (Dilip Ghosh Wedding) সমাপতনও রয়েছে—পরদিন, অর্থাৎ ১৯ এপ্রিল দিলীপ ঘোষের প্রকৃত জন্মদিন। যদিও সরকারি নথিতে তাঁর জন্মদিন ১ অগস্ট, তবে পরিবার ও ঘনিষ্ঠরা জানান, বাস্তব জন্মদিন ১৯ এপ্রিলই। সেই উপলক্ষে শনিবার সকালে তাঁর নিয়মিত প্রাতর্ভ্রমণ সঙ্গীরা বিশেষভাবে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন। যদিও সেখানে নবদম্পতি একসঙ্গে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সঙ্ঘ পরিবারের একাংশের বিয়েতে আপত্তি (Dilip Ghosh Wedding)
বিয়ের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একটি আবেগঘন (Dilip Ghosh Wedding) মুহূর্ত। লোকসভা ভোটে পরাজয়ের পর মন খারাপের সময়ে রিঙ্কুই প্রথম দিলীপকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। শুরুতে দ্বিধা থাকলেও, মায়ের পীড়াপীড়ি ও ঘনিষ্ঠদের পরামর্শে শেষমেশ দিলীপ বিয়েতে সম্মত হন। তবে জানা গেছে, সঙ্ঘ পরিবারের একাংশ এই বিয়েতে আপত্তি জানিয়েছিলেন এবং সরাসরি দিলীপের বাড়িতেও গিয়েছিলেন তাঁকে বোঝাতে। কিন্তু দিলীপ ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়।
আরও পড়ুন: Dilip Ghosh Marriage: চিরকুমারত্বের অবসান, ছাদনাতলায় দিলীপ ঘোষ!
রাজনীতির খোলা হাওয়ায় বরাবরই ‘বাউন্ডুলে’ ধাঁচে পথ চলা দিলীপ ঘোষ এবার সংসারের পরশ পেতে চলেছেন। জীবনের এই নতুন যাত্রায় তিনি কীভাবে নিজেকে মানিয়ে নেন, তা সময় বলবে। তবে আপাতত রাজ্য রাজনীতির এক ‘চিরকুমার’-এর এই সামাজিক পরিণতি নিয়ে চর্চা, কৌতুক ও শুভেচ্ছা, সব মিলিয়ে জমজমাট পরিবেশ।