ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার জনপ্রিয় মুখ দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। দীর্ঘদিন পর দেখা গেল অভিনেত্রীকে। শুধুমাত্র গ্ল্যামারাস লুকই নয়, পাল্টে ফেলেছেন নিজেকেও। রীতিমত জিম করে নিজের চেহারার আমুল পরিবর্তন করেছেন। কী করে করলেন এমন পরিবর্তন? কী করেই বা হয়ে উঠলেন এত গ্ল্যামারাস? দর্শকদের জন্য কিছু টিপসও শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
জনপ্রিয় মুখ (Dipanwita Rakshit)
টলিউডে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। ‘তুঁতে’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ প্রভৃতি ধারাবাহিকে জনপ্রিয় মুখ হিসেবে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি যে লুকে তিনি ধরা দিয়েছেন, তাতেও বেশ অবাক অনুরাগীরা।
নতুন কাজ নিয়ে ব্যস্ততা (Dipanwita Rakshit)
অভিনেত্রী (Dipanwita Rakshit) কি এখন নতুন কাজে ব্যস্ত রয়েছেন? উত্তরে তিনি জানান, আপাতত নিদির্ষ্ট ভাবে বলতে পারবেন না । বিভিন্ন চরিত্রে কাজ পেয়েছেন। তিনি আরও বলেন, বিভিন্ন চরিত্রের জন্য তাঁকে ওয়ার্কশপ করতে হয়েছে। তাতে তিনি বেশ খুশি। তবে এই মুহূর্তে তেমন কোনও কাজ নেই। যদিও দীপান্বিতা আবার পর্দায় ফিরছেন। তবে সেটা ছোট পর্দায় নাকি ওয়েব সিরিজে, সেটা পুরোটাই সিক্রেট।
কাজ না হওয়ায় মন খারাপ!
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, তিনি নতুন কাজ শুরু করেছেন। দর্শকরা বেশ উৎসাহিত ছিল। তবে দর্শকদের সে আশা পূরণ হয়নি! অভিনেত্রী এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, “আমরা জীবনে অনেক কিছু শুরু করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় না। সেই রকম হয়ত কোনও কিছুর জন্য এই কাজটা শেষ পর্যন্ত পৌঁছায়নি”। খারাপ লাগে এরকম হওয়া কাজ না হলে? উত্তরে বলেন , “যদিও পরে সে কাজ হবে। এত এফোর্ট দেবার পরেও যদি কোনও কাজ সেই জায়গা পর্যন্ত না পৌঁছায়, তখন খারাপ লাগে”।
আরও পড়ুন: Parambrata-Piya: মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পিয়া, অফিসে এলাহি কাণ্ড! কী কী হল?
অভিনেত্রী আরও জানান যে , “কাজ আমরা এই জন্য করি, কাজটা আমরা ভালোবাসি , সেই কাজটা একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাই। সেই জন্যই আমরা একটা কাজ শুরু করি। সেই কাজগুলো আমাদের কাছে নবজাতক শিশুর মতো হয়। কাজটা না হওয়া মানে অনেকটা মিসক্যারেজের মতো।” যদিও দীপান্বিতা নিজেকে ভালো রাখতে ভালোবাসেন। মাত্র এক মাসে কমিয়েছেন ১০ কেজি ওজন। অভিনেত্রীর নিজস্ব জিম রয়েছে। সেখানে শরীরচর্চা করেন। পাশাপাশি ফলো করেন নির্দিষ্ট ডায়েট।
ডিপ্রেশন কাটিয়ে উঠার উপায়
অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত অনুরাগীদের উদ্দ্যেশ্যে ভালো উপদেশ দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “জীবনে যদি কখনও ডিপ্রেশন হয় তবে শরীরচর্চা করুন। নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন। আর অন্যদিকে নিজের মনকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে মন খারাপ চলে যাবে।” অভিনেত্রীর থেকে আরও জানা যায় , তাঁর জীবনে ডিপ্রেশনের জায়গা নেই, উপরন্তু রয়েছে প্রচুর দায়িত্ববোধ।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় গান, প্রত্যাঘাতের ভয়ে পাক সেনা!
বসে থাকা বোকামো
এই যে জীবনে অনেক না পাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে দীপান্বিতার সাজেশন কী? অভিনেত্রী বলেন, “এই ফিল্ডে আসতে চাইলে ডিপ্রেশন দূরে রাখা দরকার। কারণ এখানে সবাই বিষণ্ন। বড় বড় বাঘারা আছে তারা ডিপ্রেশনে রয়েছে। কোনও কিছুর জন্য বসে থাকবেন না, যেটা পাবেন সেটা করবেন।”