ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়া দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) একটি পোস্ট শেয়ার করেন । যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই টলিপাড়ার অন্দর থেকে দর্শক মহলে বিপুল আলোচনার সৃষ্টি হয়েছে। নাম না করে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় ( Ditipriya Roy) ও জিতু কমল (Jeetu Kamal) । পর্দায় দুজনের কেমিস্ট্রি দর্শকের নজর কাড়লেও বাস্তবে কিন্তু উল্টো। কারণ শ্যুট ছাড়া নাকি একে অপরের সাথে কথা বলেন না দুজনে ! এমনকি দিতিপ্রিয়ার পোস্ট থেকে জানা গেল ধারাবাহিক শুরু হওয়ার এক মাসের পর থেকেই অভিনেতা তাঁর সাথে কথা বলেন না! একমাত্র ফোনে মেসেজ করে যোগাযোগ করেন। কী পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী ? কার ওপরে রাগ দেখালেন তিনি ? তাঁর রেগে যাওয়ার কারণ কী?
বিব্রত বোধ করা (Ditipriya Roy)
সম্প্রতি দিতিপ্রিয়া দাবি করেন, তাঁর ও সহ অভিনেতা জিতুর (Ditipriya Roy) একটি ছবি এআই দিয়ে বানানো হয়। যেটা অভিনেত্রীর পছন্দ ছিল না । তাই অভিনেত্রী আপত্তি জানান প্রোডাকশন টিমে। পরে ছবিটি ডিলিট করে দেওয়া হয়। প্রোডাকশন টিমে নির্দেশে তাদেরকে কিছু ছবি দেওয়া হয় পোস্ট করার জন্য। যে ছবিগুলি পোস্ট করে থাকেন তাঁর সহ অভিনেতা। কিন্তু বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকে নানা গুজব। এমনকি সহ অভিনেতা তাঁকে নানা ধরনের মেসেজ পাঠান । যাতে তিনি বিব্রত বোধ করছেন। তিনি এতদিন ধরে চুপ ছিলেন। অভিনেত্রীর মত, তাঁকে নিয়ে কথা তিনি মেনে নিয়েছেন । কিন্তু তাঁর মাকে নিয়ে মন্তব্য তিনি কিছুতেই মানতে পারছেন না।
সম্মান করা (Ditipriya Roy)
অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ( Ditipriya Roy) পোস্টে একটি বিশেষ দিক নজরে পড়েছে। তিনি বলেন, প্রথম এক মাসে পর থেকে অভিনেতা তাঁর সাথে কথা বলেন না। শুধুমাত্র মেসেজে যোগাযোগ করেন ।কারণ জানতে চাইলে অভিনেতা জানান ,’ অভিনেত্রীর মাকে তিনি ভয় পান। কিন্তু অভিনেত্রীকে ভীষণ সম্মান করেন।’ এতটাই সম্মান করেন কী ? কারণ দিতিপ্রিয়া দাবি করেন , কোনও এক ইভেন্টে দিতিপ্রিয়া যাচ্ছে কিনা জিজ্ঞাসা করেছিলেন অভিনেতা। অভিনেত্রী বলেছিলেন , তাঁর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। শুনে অভিনেতা বলেন,” কেন ? তিনি কী প্রেগনেন্ট ?”

মাঝরাতে ছবি পাঠানো
দিতিপ্রিয়ার পোস্টে আরও একটি কথা অবাক করে দেওয়ার মতো। ধারাবাহিকের কাহিনী অনুসারে এআই দিয়ে একটি ছবি বানানো হয় । সেটাই এআই দিয়ে বানানো দিতিপ্রিয়া ও জিতুর চুম্বনের ছবি। অভিনেত্রী দাবি, সেই ছবি জিতু মাঝরাতে দিতিপ্রিয়াকে পাঠান। সঙ্গে অভিনেতা নাকি এও লেখেন, “বেশ হয়েছে । এটা বয়ফ্রেন্ড কে পাঠাও ।”
অপমানিত বোধ করা
দিতিপ্রিয়ার সাথে হওয়া সমস্ত ঘটনায় যেন কেমন অপমানিত বোধ করেন অভিনেত্রী । তাঁর পোস্ট থেকে আরও জানা গিয়েছে, জিতু দিতিপ্রিয়াকে লিখেছিলেন “দেখো যেন তোমার মা না জানতে পারেন। কারণ কাকিমাকে আমি ভয় পাই ।” আর সমস্ত ঘটনাগুলিকে শুনলে মনে হতে পারে , একের পর এক ঘটনা যা প্রাথমিকভাবে মজার ছলে দিতিপ্রিয়া নিয়ে থাকলেও , পরে অস্বস্তি বোধ করতে থাকেন । অভিনেত্রী তাই চুপ থাকতে পারলেন না । আসলে তাঁর মাকে নিয়ে কথা বলাটা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তাছাড়াও দর্শকের জনপ্রিয় শো ‘চিরদিনই তুমি যে আমার ‘ এ কোনও বাধা আসুক, তা তিনি চাননি। তাই এতদিন চুপ ছিলেন অভিনেত্রী।
প্রশয় না দেওয়া
দিতিপ্রিয়ার মতে, তিনি কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। কিন্তু যখনই ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে দেখে তিনি প্রতিবাদ করলেন । তাঁর কথায় একেক জায়গায় একেক রকম অর্থাৎ দ্বিচারিতা তিনি একেবারে প্রশ্রয় দিতে রাজি নন । তিনি আরও মনে করেন ,কোনও গুজব বা গুঞ্জনে তিনি ভয় পান না। অনুরাগীরাও তাঁর পাশে দাঁড়িয়েছে তা বোঝাই যাচ্ছে। তাঁর পোস্টের কমেন্টে অনুরাগীরা সে কথাই জানিয়েছেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক, পোস্ট করে ধন্য়বাদ দিদিকে!
প্রসঙ্গত, এই বিষয়ে এখনো মুখ খোলেননি জিতু। অভিনেত্রীর দাবি পুরোটাই একতরফা। অভিনেতা জিতু এখনো চুপ করেই রয়েছেন । তিনি এই বিষয়ে কিছু বলেননি, বা এই সংক্রান্ত কোনও পোস্ট করেননি।