ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Doanld Trump Tax Law) শুল্কনীতি একের পর এক নতুন পরিণতি নিয়ে আসছে। তাঁর প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।
কবে থেকে কার্যকর এই শুল্ক? (Doanld Trump Tax Law)
ফেব্রুয়ারি থেকেই এই শুল্ক কার্যকর (Doanld Trump Tax Law) হতে যাচ্ছে। এবার ট্রাম্পের নিশানায় নতুন দেশ হিসেবে এসেছে চীন। শুক্রবার রাতে ট্রাম্প জানিয়ে দেন, সমস্ত চিনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
নির্বাচনে জয়লাভের পরেই এই সিদ্ধান্ত (Doanld Trump Tax Law)
গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (Doanld Trump Tax Law) জয়লাভের পরেই ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেন। সে সময় তিনি চিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। ট্রাম্প বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, চীন থেকে মেক্সিকো সীমান্তে অবৈধ ওষুধ পাচারের ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। তিনি বলেছিলেন, ‘‘চিন যত দিন পর্যন্ত এই সমস্যার সমাধান করবে না, তত দিন পর্যন্ত চিনা পণ্যে শুল্ক চাপানো হবে।’’ এর পরিপ্রেক্ষিতে, তিনি চিনা পণ্যের উপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন: Missing Indians in Iran: ইরানে নিখোঁজ ৩ ভারতীয়, খোঁজ নিচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রক
চোরাচালান বন্ধেই এই সিদ্ধান্ত
এবার, চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের (Doanld Trump Tax Law) সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প আরো একবার তাঁর বাণিজ্যিক কৌশলকে বাস্তবায়িত করতে চলেছেন। ট্রাম্প বলেন, ‘‘আমার সিদ্ধান্তের লক্ষ্য হল, সীমান্তে অবৈধ অভিবাসীদের প্রবাহ নিয়ন্ত্রণ করা, মেক্সিকো সীমান্ত দিয়ে ফেন্টানাইল (মাদক) চোরাচালান বন্ধ করা এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো।’’
চীনকে কঠোর বার্তা
ট্রাম্পের এই শুল্ক নীতির উদ্দেশ্য ও প্রভাব স্পষ্ট। তিনি বিদেশী পণ্যগুলির উপর বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার পণ্যের বাজারে সুবিধা দিতে চান, এবং একই সঙ্গে বিদেশী দেশের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্যিক অবস্থানকে শক্তিশালী করতে চান। তাঁর শুল্ক নীতি বিশেষভাবে চীনের মতো দেশগুলির প্রতি কঠোর বার্তা পাঠাচ্ছে।
আমেরিকার শর্ত মানতে হবে
ট্রাম্পের এই সিদ্ধান্ত, যার ফলে ভারত, চীন, কানাডা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক পরিবর্তিত হতে পারে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তবে, ট্রাম্প বারবার জানান, এই পদক্ষেপে কোনো পরিবর্তন আসবে না, যতদিন না প্রতিবেশী দেশগুলি আমেরিকার শর্ত মেনে চলে।
বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ কী?
চিনের পণ্যে বাড়তি শুল্ক আরোপের এই সিদ্ধান্তের ফলে, আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন দিক দেখা যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে পরিবর্তন আসতে পারে এবং বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যত অনিশ্চিত হ