ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে তাঁর একের পর এক কাজ নিয়ে তৈরি হয়েছে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। যদিও সে সবকে থোড়াই কেয়ার! নিজ কর্তব্যে অবিচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on Napoleon)। সম্প্রতি তিনি অভিভাবসন নীতিতে পরিবর্তন এনেছেন।
বাইডেনকে হারিয়ে তিনি হোয়াইট হাউসের মসনদ দখল করার পরই দেশে এনেছেন অনেক বদল। জন্মসূত্রে নাগরিকত্বের আইনও বাতিল করেছেন তিনি। আন্তর্জাতিক সংস্থার চুক্তির প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব অর্থনীতি, গাজা ও রাশিয়ার চুক্তি নিয়েও মুখ খুলেছেন তিনি। মার্কিন সেনাবাহিনীর নিয়মেও কিছু পরিবর্তন করতে চলেছে ট্রাস্প সরকার। তবে এই সমস্ত কিছুকে সরিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) একটি অনলাইন ভিডিয়ো বার্তা বেশ শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে (Donald Trump on Napoleon)।
দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে তাঁর একের পর এক কাজ নিয়ে তৈরি হয়েছে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। যদিও সে সবকে থোড়াই কেয়ার! নিজ কর্তব্যে অবিচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on Napoleon)। সম্প্রতি তিনি অভিভাবসন নীতিতে পরিবর্তন এনেছেন। বাইডেনকে হারিয়ে তিনি হোয়াইট হাউসের মসনদ দখল করার পরই দেশে এনেছেন অনেক বদল। জন্মসূত্রে নাগরিকত্বের আইনও বাতিল করেছেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/f-35-fighter-jet-deal/
আন্তর্জাতিক সংস্থার চুক্তির প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে (Donald Trump on Napoleon)। বিশ্ব অর্থনীতি, গাজা ও রাশিয়ার চুক্তি নিয়েও মুখ খুলেছেন তিনি। মার্কিন সেনাবাহিনীর নিয়মেও কিছু পরিবর্তন করতে চলেছে ট্রাস্প সরকার। তবে এই সমস্ত কিছুকে সরিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) একটি অনলাইন ভিডিয়ো বার্তা বেশ শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।
অন্যদিকে, অভিবাসন নীতিতে পরিবর্তন, সেনাবাহিনীতে বদল সহ ট্রাম্পের একাধিক পদক্ষেপ ইস্যুতে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭টি মামলা দায়ের হয়েছে। এখানেই শেয নয়, দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসে ক্যাপিটল দাঙ্গায় (Capital Riots) মার্কিন ব্যুরোর তদন্তে জড়িত এফবিআই (FBI) আধিকারিক ও স্টাফ সদস্যদের নাম প্রকাশ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/workers-eat-pet-dog-in-china/
যদিও ট্রাম্পের এই পোস্ট নিয়ে ডেমোক্র্যাটসদের তরফে পাল্টা প্রতিক্রিয়া মিলেছে। ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিপক্ষ ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডাম শিফ এক্স হ্যান্ডেলে লিখেছেন- ”একজন সত্যিকারের স্বৈরশাসকের মতো কথা বলেছেন (Donald Trump on Napoleon) ।”
আরও পড়ুন: https://tribetv.in/muhammad-yunus-government-new-decision/
এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও তিনি জানিয়েছেন যে, তিনি সবসময় আদালত-আইনের নিয়ম মেনে চলেন। যদিও ট্রাম্পের (Donald Trump on Napoleon) উপদেষ্টারা সোশ্যাল মিডিয়ায় মার্কিন বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে ছাড়েননি। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ”বিচারকদের নির্বাহী বিভাগের বৈধ ক্ষমতা নিয়ন্ত্রণ করার অনুমতি নেই।”