ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংসদে চলছে শীতকালীন অধিবেশন। এরই মধ্যে নতুন করে আবারও কৃষক আন্দোলন (Farmer Protest) শুরু হয়েছে। যে কৃষক আন্দোলনকে ঘিরে দেশের রাজধানী দিল্লীতে আবারও উত্তাপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কৃষকদের একটি সংগঠন ভারতীয় কিষাণ পরিষদ সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে।
সংসদ অভিযান (Farmer Protest)
সোমবার সংসদ ভাবন অভিযানে (Farmer Protest) কৃষক সংগঠন ভারতীয় কিষাণ পরিষদের তরফে রাখা হয়েছে পাঁচদফা দাবি। এই অভিযানের লক্ষ্য তিনটি নতুন কৃষি বিষয়ক আইনে কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধা সহ বিভিন্ন দাবিগুলিকে যুক্ত করা। সোমবার নয়ডার মহামায়া উড়ালপুল থেকে এই মিছিল শুরু হয়। পায়ে হেঁটে এবং ট্রাক্টরে চেপে আন্দোলনকারী কৃষকেরা মিছিল এগিয়ে যাবেন দিল্লির সংসদ ভবনের উদ্দেশে।
গত রবিবার আন্দলন ঘোষণা (Farmer Protest)
গত রবিবার ভারতীয় কিষাণ পরিষদের (Farmer Protest) কৃষক নেতা সুখবীর খলিফা সংসদ ভবন অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিলেন। ভারতীয় কিষাণ পরিষদের দাবি, কমপক্ষে ২০টি জেলার কৃষকরা অংশগ্রহণ করবেন এই সংসদ ভবন অভিযানে। যাদের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রার মতো জেলা, যেখানকার কৃষকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়ার দাবি করেছিল ভারতীয় কিষাণ পরিষদ।
আরও পড়ুন: Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির প্রভাব ব্যবসা-বাণিজ্য়ে, সীমান্তে আটকে পণ্যবাহী ট্রাক
এর আগেও একাধিক আন্দলন
এর আগে রাজধানী একাধিকবার কৃষকদের আন্দোলন মিছিল উত্তাল হয়েছে, অশান্তিও হয়েছে। এজন্য এবার কৃষকদের এই সংসদ অভিযানের মিছিলে যাতে কোনও ধরনের অশান্তি ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সোমবার সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। অশান্তি রুখতে নয়ডা-দিল্লি সীমান্তে বসানো হয়েছে ব্যারিকেড। নয়ডা-দিল্লি সীমান্তের রাস্তা গুলিতে চলছে পুলিশি চেকিং।
কী বলছে পুলিশ?
দিল্লি পুলিশের কমিশনার শিবহরি মীনা প্রশাসনিক তৎপরতা নিয়ে জানিয়েছেন, মহামায়া উড়ালপুল, চিল্লা এবং দিল্লি-নয়ডার মধ্যে যেসব রাস্তা গুলি সরাসরি যুক্ত রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশকর্মী। অনেকগুলি চেক পয়েন্ট বসানো হয়েছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। কৃষকদের এই সংসদ অভিযান মিছিলের প্রভাব রয়েছে সংলগ্ন এলাকার যানবাহন চলাচলেও। অনেক রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রন করা হয়েছে।
আরও পড়ুন: ISKCON Bangladesh: ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনি অধিকারের দাবি ভারতের!
পাঁচ দফা দাবি
এই মিছিলের মাধ্যমে ভারতীয় কিষাণ পরিষদ কৃষকদের তরফ থেকে পাঁচ দফা দাবি সংসদ ভবনে পৌঁছে দিতে চাইছে।এগুলির মধ্যে অন্যতম দাবিটি হল কৃষকদের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দাবি। আগের জমি অধিগ্রহণ আইনে ১০ শতাংশ জমি এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত হারে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম ছিল। ২০১৪ সালের ১ জানুয়ারির পর থেকে কোনও জমি অধিগ্রহণ করলে, ২০ শতাংশ জমি এবং বাজার দরের চার গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছেন কৃষক সংগঠনটি। এমনকি ভূমিহীন কৃষকদের সন্তানের জন্য পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা করার দাবিও রাখতে চান তাঁরা।