ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দমকল মন্ত্রী তথা অবজারভার সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এই অভিযোগে এবার পোস্টার পড়ল হাড়োয়াতে। সৌজন্যে, যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে।সুজিতের পাশাপাশি বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জির বিরুদ্ধেও পোস্টার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দমকলমন্ত্রী সুজিত বসু।
গত ১৯ ডিসেম্বর বসিরহাটের রবীন্দ্রভবনে দলীয় কর্মী সভায় হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার সহ একাধিক ব্লক সভাপতি এই পদে আর থাকবেন না। এই নিয়ে এবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো। রবিবার মন্তব্য করেছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি খালেক মোল্লা ব্লক সভাপতি ফরিদ জমাদারের প্রকাশ্যে মুখ খুলে ছিলেন সুজিত বসুর এক হাত নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন এবার তার বিরুদ্ধে হাড়োয়ার বাসস্ট্যান্ডে ব্লক সভাপতি পাইয়ে দেয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ।
আরও পড়ুন: https://tribetv.in/santali-language-day-celebrated-in-raiganj/
পরোক্ষভাবে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির বিরুদ্ধেও পোস্টার পরেছে। সেখানে লেখা আছে, জেলা সভাপতিকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে এই বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের ক্ষতি করছে। বসিরহাট তৃণমূলের আইএনটিটি ইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, ”দমকলমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। এটা কাম্য নয় দল তদন্ত করছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।”
আরও পড়ুন: https://tribetv.in/bengal-bjp-failed-to-meet-the-target-of-recruitment-of-members/
বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, ”তৃণমূল মানেই তোলাবাজ আর কি বলেছে তোলাবাজ। নিজেরা তোলাবাজ বড় তোলাবাজকে ভাগ দিচ্ছে না বলে দ্বন্দ্ব প্রকাশ্যে হয়েছে। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসবে।”