ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় ৩৭ বছরের সংসার (Govinda-Sunita Relationship)। তবে কি সেই সংসার ভাঙনের পথে? বলা হচ্ছে বলিউডের পাওয়ার কাপল গোবিন্দ (Govinda) এবং সুনিতার (Sunita Ahuja) কথা। এর আগে সুনিতার বক্তব্যে বহুবার দাম্পত্যে ফাটলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে কি সেই জল্পনা সত্যি হতে চলেছে?
স্বামীর থেকে আলাদা থাকেন সুনিতা (Govinda-Sunita Relationship)
বলিউড স্টার (Bollywood Star) গোবিন্দকে নিয়ে কথা বলার সময়, সেভাবে রাখঢাক রাখেন না অভিনেতার স্ত্রী সুনিতা আহুজা (Govinda-Sunita Relationship)। নতুন বছরের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন, তিনি স্বামী গোবিন্দর থেকে আলাদাই থাকেন। তারপরেই শুরু হয়ে যায়, নানান আলোচনা থেকে শুরু করে সমালোচনা। অনেকেই ভাবতে থাকেন, হয়ত এই জুটির বিচ্ছেদ হয়ে যাবে। এই প্রসঙ্গে সুনিতা পরবর্তী কালে মুখও খোলেন।
গোবিন্দর ঘর ভাঙতে চান অনেকে (Govinda-Sunita Relationship)
বিচ্ছেদ জল্পনা উড়িয়ে দিয়ে সুনিতা বলেছিলেন, কেউ তাঁকে এবং গোবিন্দকে আলাদা করতেই পারবে না (Govinda-Sunita Relationship)। তাঁদের মধ্যে মজা এবং রসিকতা চলতেই থাকে। শুধু তাই নয়, এও বলেছিলেন “এমন প্রচুর লোক আছেন, যারা আমাদের ঘর ভাঙতে চান। কিন্তু আমি কিছুতেই ঘর ভাঙতে দেব না। আমি সেই লোকেদের কিছুতেই জিততে দেব না। জয় শুধু আমারই হবে”। সুনিতা বেশ ক্ষুণ্ন মেজাজেই, সমালোচকদের নিজেদের স্বামীদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছিলেন। আসলে সুনিতা মনে করেন, অন্যের জীবন নিয়ে এত চিন্তা না করাই ভালো। কিন্তু তারপরেও বিচ্ছেদ জল্পনা থামেনি।
আরও পড়ুন: Adrit Roy: বিয়ের বছর ঘোরার আগেই কৌশাম্বীর প্রতি বিরক্ত আদৃত! তবে কি সম্পর্কে ভাঙন?
স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ
একটা সময় ছিল, যখন গোবিন্দ নিজের স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন, যদি ইন্ডাস্ট্রিতে সবাই জানতে পারেন বিবাহিত নায়ক, তাহলে হয়ত তাঁর খ্যাতি কমে যাবে। হাতে কাজ আসবে না। তবে বছর তিনেকের মাথায় তিনি সবাইকে জানান, তিনি বিয়ে করেছেন। কিন্তু খটকা হল, এত বছরের দাম্পত্য হওয়ার সত্ত্বেও গোবিন্দ এবং সুনিতা এক ছাদের তলায় থাকেন না। সুনিতা দুই সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন। আর ঠিক তার উল্টো দিকে গোবিন্দ থাকেন নিজের বাংলোতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা আর একটা কথা বলেছেন। তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। আগে নিজেদের দাম্পত্য সুরক্ষিত বোধ করতেন। কিন্তু আর করেন না। এখন গোবিন্দর ৬০ এর বেশি বয়স। সুনিতা জানেন না , গোবিন্দ কখন কি করবেন।
আরও পড়ুন: Katrina Kaif: অভিনয় ছেড়ে আধ্যাত্মিকতায় মন! শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে গেলেন ক্যাটরিনা
পরকীয়ায় জড়িয়েছেন নায়ক
বলিউডের গুঞ্জন বলছে, এই বয়সেই নাকি পরকীয়ায় জড়িয়েছেন নায়ক। আর সেই কারণেই ভাঙতে চলেছে গোবিন্দ এবং সুনিতার বৈবাহিক সম্পর্ক। যদিও এই বিষয়ে এখনও অভিনেতার তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।