ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝখানে ছোট পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী ঊষসী রায় (Ushasi Ray)। ব্যস্ত ছিলেন সিনেমা সিরিজ নিয়ে। খুব শীঘ্রই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হতে চলেছে গৃহপ্রবেশ (Grihaprabesh) ধারাবাহিক। সেখানেই মুখ্য ভূমিকায় এন্ট্রি নিলেন অভিনেত্রী। বরফের চাদরে ঢাকা বিরাট একটা বাড়ি। সেখানেই নায়কের হাত ধরে বিদেশের মাটিতে গৃহপ্রবেশ করলেন নায়িকা। আপাতত এটাই দেখাচ্ছে প্রোমোতে।
নদীয়া থেকে সোজা বিদেশ (Grihaprabesh)
নদীয়া থেকে সোজা বিদেশের মাটি, বাঙালি কালচার আর বিদেশী কালচার কালচার (Grihaprabesh)। কিছু বাঙালি আছেন যারা চান বিদেশি কালচারকে গ্রহণ করতে। আর কিছু বাঙালি আছেন, যারা কখনোই নিজের নাড়ির টানকে ভুলতে পারে না। আপাতত প্রোমো দেখে যা মনে হচ্ছে, এই দুই ধারার একটা দ্বন্দ্ব দেখা যাবে ধারাবাহিককে। আজকে থাকছে, আপনাদের জন্য এই ধারাবাহিকের খুঁটিনাটি কিছু গল্পের কথা। টেলিকাস্টের আগেই জেনে নিন তারই এক ঝলক।
নতুন গল্প (Grihaprabesh)
স্টার জলসা এবারে নিয়ে আসতে চলেছে গৃহপ্রবেশের (Grihaprabesh) সঙ্গে দৃঢ়তা, সংকল্প এবং সংস্কৃতিক সংমিশ্রণের একটা অসাধারণ গল্প। আগামী ২ ডিসেম্বর থেকে ঠিক রাত সাড়ে আটটায় এই প্রিমিয়ারের জন্য সময় নির্বাচন করা হয়েছে। এখানে মুখ্য ভূমিকায়, একটি চরিত্রকে দেখা যাবে। নাম শুভলক্ষ্মী (Subhalakshmi)। শহরতলির মেয়ে। যে নদীয়ার সাধারণ জীবন থেকে শুরু করে হঠাৎ করেই নিউইয়র্কের যৌথ পরিবারের মেরুদন্ডে পরিণত হবে। গৃহপ্রবেশ মূলত একটি মধ্যবিত্ত মেয়ের গল্পের প্রতিনিধিত্ব করবে। শুভলক্ষ্মী কিভাবে নদীয়া থেকে নিউইয়র্কে যাত্রা করলেন, কিভাবে বিদেশে নিজের জীবন সেট করল, সেই কাহিনী ধীরে ধীরে এই ধারাবাহিকের গতিপথ হয়ে উঠবে।
আরও পড়ুন: Soumya Mukherjee: রাপ্পা রায়ের ভূমিকায় অবতীর্ণ সৌম্য, বইয়ের পাতা থেকে আসছে বড় পর্দায়
দৈনন্দিন জীবনের ভ্লগ
সাম্প্রতিক সময় দেখবেন, বেশ কিছু মহিলা, যারা ভারত থেকে বিদেশে গিয়ে বসতি স্থাপন করেছেন, তাদের দৈনন্দিন জীবন ব্লগের মাধ্যমে তুলে ধরেন। সেগুলো কিন্তু ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এই ধরনের যাত্রায় অনুপ্রাণিত হয়ে জলসা পরিবার প্রথম বারের মতো, বাংলার পরিবর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পটভূমিতে অনুসন্ধান করল একটা হৃদয়গ্রাহী অ্যাখ্যান।
গল্প কী
গল্প অনুযায়ী, বিগত ৫০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি সম্প্রদায়ের স্তম্ভ রায় পরিবার। দেবী জগদ্ধাত্রীর প্রতি গভীরভাবে নিবেদিত তারা। দেবী জগদ্ধাত্রী প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ৫০তম বছর উদযাপন করার সিদ্ধান্ত নেয়। নদীয়ার এক পুরোহিতের কন্যা শুভলক্ষ্মী নিউইয়র্কে যান। যাওয়ার পথে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। হঠাৎ করেই তাঁর যাত্রার নাটকীয় মোড় আসে। বিয়ে করে ফেলেন রায় পরিবারের সফল উত্তরাধিকারি আদৃতকে। তারপর তো পারিবারিক চ্যালেঞ্জ রয়েছে। তাদের বিয়ে পরিবারের অধিকাংশ মানুষ ভালোভাবে মেনে নিল না।
আরও পড়ুন: KIFF 2024: সিনেপ্রেমীদের প্রতীক্ষার অবসান, শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কোন চরিত্রে কে?
এই শো তে দেখবেন, কিভাবে শুভলক্ষ্মী তার জীবনযুদ্ধের জয়ী হবে এবং পরিবারের মেরুদন্ডে পরিণত হবে। বিদেশের মাটিতে নিজের হাতে তৈরি খাঁটি ভারতীয় মসলা তৈরির দক্ষতা তুলে ধরবে। শুভলক্ষ্মীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ঊষসী রায়। আর আদৃতের ভূমিকায় রয়েছেন সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee)। আদৃতের মায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী।