ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুগলি জেলার ইমামবাড়ায় এক পুলিশকর্মী নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী (Hooghly Police Constable Incident) হওয়ার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
নিজের রিভলভার দিয়েই মাথায় গুলি (Hooghly Police Constable Incident)
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পুলিশকর্মীর নাম হিমাংশু (Hooghly Police Constable Incident) মাঝি। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা এবং পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ইমামবাড়া হাসপাতালের পুলিশ লকআপ পাহারার দায়িত্বে ছিলেন। হঠাৎ করেই তিনি নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি চালান। এরপর ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আগামী মাসেই ছিল বিয়ের তারিখ
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আগামী ৩ মার্চ হিমাংশু মাঝির বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার তিনি ছুটিতে যাওয়ার কথা ছিলেন।
আরও পড়ুন: Weather Updates: উত্তর ভিজছে বৃষ্টিতে, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা!
কিন্তু কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তাঁর আত্মহত্যার চেষ্টার পেছনের কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবসাদ বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা এই ঘটনার পেছনে কাজ করছে।

তদন্ত শুরু করেছে পুলিশ
হিমাংশু মাঝি চন্দননগরের পুলিশ ব্যারাকে থাকতেন এবং র্যাফ-এ তাঁর পোস্টিং ছিল। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাঁর মানসিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে বিশদে অনুসন্ধান চালাচ্ছে। এই ঘটনা পুলিশ বিভাগে শোকের ছায়া ফেলেছে এবং হঠাৎ তাঁর এই আত্মহত্যার কারণ সকলের কাছে এটি একটি বড় প্রশ্ন চিহ্ন রেখে গেছে।