ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী হিসেবে শাহরুখ (Husband Shah Rukh) কেমন? সব সময় আমরা দেখি, প্রেমিক হিসেবে দারুণ মানুষ ছিলেন। এমনকি গৌরীর (Gauri) জন্য তিনি কী না করেননি। আবার অনেকে বলেন গৌরীর জন্য, বলিউডে (Bollywood) আজও তিনি এত সফল। প্রকৃত অর্থে সঠিক জীবনসঙ্গী (Life partner) পাওয়া মুখের কথা নয়।
প্রকৃত জুটি (Husband Shah Rukh)
কিন্তু শাহরুখ ও গৌরী জুটিকে দেখলে আমাদের মনে হয়, প্রকৃত একটা জুটি। বলিউডের কিং খান (Husband Shah Rukh) ও কিং খানের সংসার দেখে অনেকের আবার হিংসা হয়। পুরোদমে সুখের সংসার। যেখানে বলিউডে বারংবার বিচ্ছেদের সুর শোনা যায়, সংসার ভাঙতে দেখা যায়। সেখানে ব্যতিক্রম নজির তৈরি করেছেন গৌরী ও শাহরুখ।
স্বামী হিসেবে কেমন? (Husband Shah Rukh)
কিন্তু একবারও কী ভেবে দেখেছেন, স্বামী হিসেবে শাহরুখ (Husband Shah Rukh) কেমন? তিনি তো তাঁর কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেন? গৌরীর জন্য, সংসারের জন্য, কতটাই বা সময় দেন? নাকি একাই সংসারের পুরো হাল ধরে রেখেছেন গৌরী?
আরও পড়ুন: Subhashree Ganguly: মা হতেই ম্যাজিকের মতো বদলে গেলেন শুভশ্রী, সেরা অ্যাচিভমেন্টটা কী?
মন দিয়েছিলেন বহু আগে
শাহরুখ ও গৌরী খান, দু’জনে একে অপরকে মন দিয়েছিলেন বহু আগে। সকলকে লুকিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। কোনও রকম জাঁকজমক আয়োজন ছিল না বললেই চলে। আইনি মতে বিয়ে সেরেছিলেন। পরবর্তীকালে অনুষ্ঠান হয়। তারপর থেকে একসঙ্গে পথ চলা। আজও একসঙ্গে ঘর করছেন। বলিউডের অন্যান্য সম্পর্কের মত তাঁদের নিয়ে কোনও রকম কানাঘুষো আজও শোনা যায়নি। কখনও অন্দরমহলে খবর সবার সামনে আসতে দেননি তাঁরা।
তিন সন্তান নিয়ে সংসার
তাঁদের তিন সন্তান আরিয়ান ,সুহানা, আব্রামকে নিয়ে এক সুখী সংসার। ‘কফি উইথ করণ’ এ, করণ জোহর প্রশ্ন করেছিলেন, “স্বামী হিসেবে শাহরুখ কেমন?” উত্তরে গৌরী বলেন, শাহরুখ খান ভীষণ সহজ মানুষ, শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারে। ‘আমি শাহরুখ’, সেই দম্ভটা ওঁর নেই। ফলে শাহরুখের সঙ্গে সংসার করতে নতুন কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি গৌরীকে।
আরও পড়ুন: Alia Bhatt: কিশোর কুমারকে চেনেন না আলিয়া! আশ্চর্য ব্যাপার
কী বলেছেন শাহরুখ?
আবার অপরদিকে এরকমই এক অনুষ্ঠানে শাহরুখ বলেছিলেন, “আমি কখনও ভাবিনি, গৌরী এত ভালো একজন মা হয়ে উঠবে। বাচ্চাদের সঙ্গে ওর সহজে বনিবনা হয় না। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। মেয়েরা সাধারণত বাচ্চাদের দেখলে খুব আদর করে। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠল।”
ঘাটতি নেই প্রেমে
এভাবেই শাহরুখ-গৌরী ৩৩ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন। তাঁরা এখন তিন সন্তানের বাবা মা। সন্তানরা আসার পরেই বদলে গেছে তাঁদের জীবনের মানে। তবে ৩৩ বছরেও প্রেমে কোনও ঘাটতি হয়নি।