ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে পুলিশকে স্ট্রং অ্যাকশন নিতে বলেছিলেন। তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি চুরির (Illegal Sand Mining at Night) ঘটনা ঘটেই চলেছে। এবার বালি চুরির ছবি উঠে এলো আরামবাগের (Arambag) ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে দ্বারকেশ্বর নদ সংলগ্ন মেলাতলা মাঠ এলাকা থেকে ।
জানা গিয়েছে, এই বছর বন্যায় দ্বারকেশ্বর নদে বালির পরিমাণ বেড়েছে। সেই সুযোগে বেশ কিছু দুষ্কৃতীরা আরামবাগের (Arambag) ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে দ্বারকেশ্বর নদ সংলগ্ন মেলাতলা মাঠে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি চুরি (Illegal Sand Mining at Night) করে মজুদ করে রাখছিল বলে অভিযোগ।
কীভাবে রাতের অন্ধকারে রমরমিয়ে বালি চুরি করে মাফিয়াদের একাংশ? (Illegal Sand Mining at Night)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বারকেশ্বর নদীতে যে সমস্ত বৈধ্য বালি খাদান ছিল তার সবেরই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, তার পরেও বেশ কয়েকটি বালি খাদান থেকে বালি চুরি হচ্ছে অবাধে। রাতের অন্ধকারে বালি চুরি করে মজুত করা হচ্ছে বলে অভিযোগ। আর এই সমস্ত বালি চুরি চলছে মাফিয়াদের একাংশের মদতে।
আরও পড়ুন: Murshidabad News: রাজ্যে ফের উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, ধৃত ২
স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য? (Illegal Sand Mining at Night)
স্থানীয় বাসিন্দা সমীর বেরার অভিযোগ, ”যেদিন থেকে খাদান বন্ধ হয়েছে সেই দিন থেকে এই বালি তোলার ঘটনা ঘটছে। তবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলিশ প্রশাসন যদি পদক্ষেপ নেয় তাহলেই কিছু সুরাহা হবে”।
কী বললেন বিজেপি নেতৃত্ব?
দীর্ঘদিন ধরে বালি চুরির ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির নেতাদের বত্তব্য, শাসক দল ও পুলিশের মদতে চলছে এই বালি চুরির ঘটনা। তৃণমূলের মদতেই বালি মাফিয়াদের রমরমা শুরু হয়েছে।
তৎপর পুলিশ
আরামবাগ মহকুমা জুড়ে বেড়েই চলেছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। এই দৌরাত্ম্য রুখতে প্রশাসনিক তৎপরতা রয়েছে। কয়েকদিন আগে দ্বারকেশ্বর নদে আরামবাগের এসডিপিও এবং এসডিও বেশ কয়েকটি যৌথ অভিযান চালান। বালি মাফিয়াদের বিরুদ্ধে ফের অভিযান শুরু করল আরামবাগ থানার পুলিশ। রাতের অন্ধকারে এই বালি মজুত করার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবৈধ ভাবে মজুত করা বালি আটক করে।