ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির ঝুলিতে নতুন রেকর্ড। সৌজন্যে ইমন চক্রবর্তীর একটি গান। ‘ইতি মা’ (Iti Maa), পথ শিশুদের জন্য এই গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty Oscar Nomination)। গানটি ছিল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ (Putul) এর। যেহেতু পথ শিশুদের নিয়ে গানটি লেখা। তাই এই গান মুক্তি পায় শিশু দিবস উপলক্ষে, ১৪ নভেম্বর।
হঠাৎ খবর (Iman Chakraborty Oscar Nomination)
তারপরেই হঠাৎ করে এই খবর এল। অস্কারের মঞ্চে জায়গা করে নিচ্ছে এই গান (Iman Chakraborty Oscar Nomination)। সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর কাছে যেমন এটা অত্যন্ত খুশির খবর। তেমন প্রত্যেক বাঙালির কাছে এটা গর্বের সংবাদ। পথ শিশুদের নিয়ে গাওয়া গানেই বিশ্বমানের স্বীকৃতি পেতে পারেন ইমন চক্রবর্তী।
কোন তালিকায়? (Iman Chakraborty Oscar Nomination)
যতদূর শোনা যাচ্ছে, এবারের অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় রয়েছে ৭৯টি গান। অপরদিকে সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ব্যালটে রয়েছে মোট ১৪৬টি গান। গত বছরের চেয়ে পাঁচটি কম গান ঠাঁই পেয়েছে এবারের অস্কারের তালিকায়। আর সেই তালিকার মধ্যে বড় বড় করে জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গান (Iman Chakraborty Oscar Nomination)। এই সংবাদে বাংলার শিল্পী মহলে যেমন খুশি। তেমন প্রত্যেক বাঙালিও খুশি। বাংলা গান অস্কারের মঞ্চে নমিনেশন পেয়েছে বলে কথা। এটা তো, কম বড় কথা নয়। লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে এই জায়গা পেয়েছে বাংলা গান।
আরও পড়ুন: Rajatava Dutta: অজানা গ্রাম আসারু, রহস্য উদ্ধার করবে রজতাভর ‘কাল্পনিক’
দর্শকের সাড়া
গানটি রিলিজের পরেও বাংলার দর্শকদের কাছে অভিভূত সাড়া মিলেছিল। অনেকেই কমেন্টে লিখেছিলেন, ‘অসাধারণ’, ‘অপূর্ব একটা গান’। যে গান শুনে শ্রোতারা অভিভূত হয়েছেন। সুরের মূর্ছনার মাধ্যমে কঠিন রূঢ় বাস্তবকে তুলে ধরা সহজ নয়। ইমন চক্রবর্তীর এই গানের প্রত্যেকটি কথা হৃদয় ছুঁয়ে যায়। ব্যক্ত করে পথ শিশুদের যন্ত্রণা, হাসিখুশি ভালোলাগা খারাপ লাগার সংমিশ্রণে তাদের অনুভূতির কথা। সর্বোপরি পথ শিশুদের কথা।
দর্শকের মন্তব্য
অনেকে তো আবার মন্তব্য করে এও বলেছিলেন, “একদম ম্যাজিকাল ভয়েস। হৃদয় ছুঁয়ে গেল।” পুতুল ছবির ‘ইতি মা’ গানটি একটি মাস্টারপিস। মা, এই একটা শব্দের মধ্যে কত আবেগ। পথ শিশুদের কারোর মা আছে, তো কারোর মা নেই। তারা হয়তো বেশি করেই বোঝে, মা না থাকার যন্ত্রণা কী। ইমনের এই গান বাঙালির হৃদয় অনেক আগেই ছুঁয়েছিল। এবার পৌঁছালো অস্কারের মঞ্চে।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: ১ মাসের মধ্যে কমল ৮ কেজি, কোন ডায়েটে চলছেন শ্রীময়ী?
শুটিং-এ ফোন
এই খবরের ফোনটা যখন ইমনের কাছে যায়, তখন তিনি এই সারেগামাপার শুটে ব্যস্ত। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এবার বিশ্বমঞ্চের দরবারে পেলেন নমিনেশন।