Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী বুধবার ইডেনে ম্যাচ দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে T-20 সিরিজ অভিযানে নামছে ভারতীয় দল (India vs England T20)। অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। রবিবার থেকেই ইডেনে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে সূর্যকুমার যাদবরা।
ঘরের মাঠে ভালো খেলার ব্যাপারে আশাবাদী অধিনায়ক সূর্যকুমার যাদবের ডেপুটি অক্ষর প্যাটেল (India vs England T20)। অতীতের সাফল্য-ব্যর্থতা ভুলে দলের জন্য ভালো পারফর্ম্যান্স করায় লক্ষ্য বলে জানিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে চোট সারিয়ে ঘরের মাটিতে তারকা পেসার মহম্মদ শামির কামব্যাক দলের কাছে যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন অক্ষর প্যাটেল।
ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর কোচ গৌতম গম্ভীর ও দলের সিনিয়র ক্রিকেটরদের পারফর্ম্যান্স নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। সাপোর্ট স্টাফদের ডানা ছাঁটার পাশাপাশি ধীরে ধীরে বদলাচ্ছে দলের খোলনলচেও। গত T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত (India vs England T20)। আগামী T-20 বিশ্বকাপ একবছর পর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে তাই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোচ গম্ভীর।
আরও পড়ুন: https://tribetv.in/bcci-to-introduce-strict-rules-on-cricketers-families-on-overseas-tour/
২২ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের T-20 সিরিজ এবং ওয়ান ডে সিরিজে ভালো খেলাই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়ে দিলেন ভারতীয় T-20 দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল (India vs England T20)। গত বিশ্বকাপ জয় ভুলে পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতিকে টার্গেট করেই এগোতে চান বলে জানালেন অক্ষর। তবে কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে বিতর্কে জড়াতে নারাজ তিনি (India vs England T20)।
ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর কোচ গৌতম গম্ভীর ও দলের সিনিয়র ক্রিকেটরদের পারফর্ম্যান্স নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। সাপোর্ট স্টাফদের ডানা ছাঁটার পাশাপাশি ধীরে ধীরে বদলাচ্ছে দলের খোলনলচেও। গত T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগামী T-20 বিশ্বকাপ একবছর পর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে তাই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোচ গম্ভীর।
আরও পড়ুন: https://tribetv.in/ipl-2025-rishabh-pant-lucknow-supergiant-captain/
২২ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের T-20 সিরিজ এবং ওয়ান ডে সিরিজে ভালো খেলাই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়ে দিলেন ভারতীয় T-20 দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। গত বিশ্বকাপ জয় ভুলে পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতিকে টার্গেট করেই এগোতে চান বলে জানালেন অক্ষর। তবে কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে বিতর্কে জড়াতে নারাজ তিনি। বিতর্ক ও ব্যর্থতা ভুলে ইংরেজদের বিরুদ্ধে গম্ভীর বাহিনী সাফল্যের সরণীতে ফিরতে যে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না (India vs England T20)।