ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই কথা মাথায় রেখে, ভারতীয় নৌবাহিনী তাদের এইচএডিআর (HADR) অপারেশনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।
ভারতীয় নৌ সেনার ইস্টার্ন নেভাল কমান্ড তাদের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের নেভাল অফিসার-ইন-চার্জ (NOIC)-এর সঙ্গে সমন্বয় রেখে, একটি ব্যাপক বিপর্যয় মোকাবিলা মেকানিজম তৈরি করেছে।
কী করছে ইস্টার্ন কমান্ড?
ইস্টার্ন নেভাল কমান্ড তাদের বেস ভিকচুয়ালিং ইয়ার্ড (BVY), মেটেরিয়াল অর্গানাইজেশন এবং নৌ হাসপাতাল INHS কল্যাণীর মতো ইউনিটগুলির সঙ্গে মিলে কাজ করছে, যাতে রাজ্য প্রশাসন চাইলেই দ্রুত প্রয়োজনীয় সাপ্লাই এবং চিকিৎসা সহায়তা প্রদান করা সম্ভব হয়।
এই প্রস্তুতির অংশ হিসাবে, HADR প্যালেটগুলি, প্রয়োজনীয় পোশাক, পানীয় জল, খাদ্য, ওষুধ এবং জরুরী ত্রাণ সামগ্রী সড়ক পথে, ক্ষতিগ্রস্থ হতে পারে এমন এলাকাগুলিতে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও, প্রয়োজনে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য বন্যা ত্রাণ ও ডুবুরিদের দলকেও প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন: Cyclone Dana: ধেয়ে আসছে ডানা! বন্ধ কলকাতা বিমানবন্দর
সাগর থেকে ত্রাণ তৎপরতায় সাহাজ্য করার জন্য, ইস্টার্ন ফ্লিটের দুটি জাহাজ গুরুত্বপুরন সামগ্রিসহ ডাইভার দল নিয়ে অপেক্ষায় আছে।
ভারতীয় নৌবাহিনী ঝড়ের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে এবং সরকার ও ঘূর্ণিঝড় ডানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তারা সহায়তা করতে প্রস্তুত বলে তাদের তরফে জানানো হয়েছে।
কোস্ট গার্ড
ভারতীয় কোস্ট গার্ড (ICG), আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। যেকোনও সম্ভাব্য ঝুঁকি এড়াতে একাধিক নিরাপত্তা ও উদ্ধার প্রোটোকল সক্রিয় করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আরও পড়ুন: ‘দানা’র দাপটে বন্ধ ট্রেন-ফেরি চলাচল, শাট-ডাউন বিমানবন্দর
ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের পরেই, ভারতীয় উপকূল রক্ষী জাহাজ (ICGS) সমুদ্রে মোতায়েন করা হয়েছে। যেকোনও দুর্যোগের কল বা অপ্রীতিকর ঘটনায় ঝাঁপিয়ে পড়তে তাঁরা প্রস্তুত। এই জাহাজগুলি জরুরী পরিস্থিতিতে সার্চ এবং রেসকিউ (SAR) অপারেশন পরিচালনা করার জন্য সম্পূর্ণরূপে সজ্জিত। জাহাজে সহায়তা প্রদানের জন্য সমস্ত প্রয়োজনীয় সংস্থান রয়েছে।
উপকূল ও উপকূলে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য কৌশলগত স্থানে থাকা দলগুলিকে (ডিআরটি) সতর্ক থাকতে বলা হয়েছে। এই দলগুলিকে ক্ষতিগ্রস্থদের জন্য চিকিৎসা সহায়তা, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা সহ ঘূর্ণিঝড়-পরবর্তী উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় দ্রুত প্রতিক্রিয়া এবং সহায়তা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে।
পাশাপাশি, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ভারতীয় নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসন সহ অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখছে কোস্ট গার্ড।