ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জগদ্ধাত্রীতে (Jagaddhatri) আসছে টানটান পর্ব। স্বয়ম্ভুকে বাঁচাতে গঙ্গার উপর নৌকা থেকে গুলি ছুঁড়বে জগদ্ধাত্রী (Jagaddhatri Upcoming Episode)। বানচাল হয়ে যাবে উৎসব আর মেহেন্দির সমস্ত প্ল্যান। সম্পত্তি দখলের লোভে তারা স্বয়ম্ভুকে হত্যা করতে যাবে। কিন্তু জগদ্ধাত্রী থাকতে স্বয়ম্ভুকে মারা কি ততটাই সহজ? আগামী পর্বগুলোতে? কী হতে চলেছে জানেন? টেলিকাস্ট হওয়ার আগেই জগদ্ধাত্রী ধারাবাহিকের আপকামিং কিছু পর্বের (upcoming episode) গল্প রইল আপনাদের জন্য।
মুখার্জি পরিবার বেনারসে (Jagaddhatri Upcoming Episode)
এতদিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন, মুখার্জি পরিবার জগদ্ধাত্রীর অস্থি বিসর্জনের জন্য বেনারস গিয়েছে (Jagaddhatri Upcoming Episode)। একের পর এক সূত্র ধরে, মুখার্জি পরিবারের প্রায় প্রত্যেক সদস্য গিয়েছে সেখানে। অপরদিকে উৎসব হাত মিলিয়েছেন মেহেন্দির সঙ্গে। লক্ষ্য এখন একটাই। পুরো সম্পত্তি নিজেদের হাতের মুঠোয় করে নেওয়া। আর সেখানেই সবথেকে বড় কাঁটা স্বয়ম্ভু। তাকে হত্যা করতে পারলে, উৎসব আর মেহেন্দির পরিকল্পনা সফল হবে। স্বয়ম্ভু যখন জগদ্ধাত্রীর শেষকৃত্য সম্পন্ন করছে, ঠিক তখনই তার উপর আক্রমণ হবে। তাও আবার গঙ্গা পাড়ে। দুর্দান্ত দৃশ্য বলতে পারেন। একটা বড় ক্লাইম্যাক্স দেখতে চলেছেন জগদ্ধাত্রীর আগামী পর্বে।
আক্রমণ (Jagaddhatri Upcoming Episode)
স্বয়ম্ভুর উপর ঠিক যখন আক্রমণ হবে, তখনই স্বয়ং জগদ্ধাত্রী হাজির হবে (Jagaddhatri Upcoming Episode)। স্বয়ম্ভুকে যে মারতে এসেছিল, তাকে গুলি করবে। তারপর স্বয়ম্ভুকে জড়িয়ে ধরবে জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রী যেন কিছুটা বাধ্য হয়েই ফিরে এল। এখন তার ফিরে আসার মোটেও ইচ্ছা ছিল না।
আরও পড়ুন: Anurag Kashyap: ঠোঁটে ঠোঁট রেখে নতুন জীবন শুরু, অনুরাগ কন্যার জমজমাট বিয়ে
ফিরল জগদ্ধাত্রী
কিন্তু এই যে তার মৃত্যুর শোকের আড়ালে এত বড় একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে সন্তান স্বামী সহ পরিবারকে তো বাঁচাতে হবে। তাই তাদেরকে বাঁচাতে ঢাল হয়ে ফিরে আসবে সে। জগদ্ধাত্রীর সামনে এখন এক পাহাড় সমান সমস্যা। প্রতি পদে পদে বিপদ। একইভাবে বিপদে রয়েছে তার সন্তান এবং স্বামী। সমস্ত বিপদ এড়িয়ে নিজের পরিবারের রক্ষাকবচ কিভাবে হয়ে উঠবে জগদ্ধাত্রী? সেটাই দেখতে চলেছেন আগামী পর্বগুলোতে।
আরও পড়ুন: Anurag Kashyap: ঠোঁটে ঠোঁট রেখে নতুন জীবন শুরু, অনুরাগ কন্যার জমজমাট বিয়ে
অভিনয়ে কারা?
স্নেহাশিস চক্রবর্তীর ‘বাংলা সেরা’ ধারাবাহিক বলতে পারেন জগদ্ধাত্রী। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। তিনি ছোট পর্দার উঠতি অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়। জগদ্ধাত্রী ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করে আপামর বাঙালি দর্শকের মন জিতে নিয়েছে পর্দার জ্যাস সান্যাল। এই ধারাবাহিকে কাজ করার কিছুদিন পর থেকেই নায়ক স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপের সঙ্গে অঙ্কিতার সম্পর্কের একটা কানাঘুষো শোনা যায়। একসঙ্গে অনেক রিলও বানান এই তারকা জুটি। মাঝখানে কানাঘুষে শোনা গিয়েছিল, রিয়েল লাইফে অঙ্কিতা আর সৌম্যদীপের বন্ধুত্বের নাকি চিড় ধরেছে। তবে বেনারসে শুটিংয়ের ফাঁকে তারা নানান মজার ভিডিও পোস্ট করছেন। সেই ছবি আর ভিডিও থেকে স্পষ্ট তাদের সম্পর্ক আগের মতই রয়েছে। তবে তাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।