ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইতিহাস ও লৌকিক গল্পগাথায় আজও বিস্ময় প্রাচীন কল্যানেশ্বরী মন্দির। জাগ্রত এই দেবতাকে ঘিরে রয়েছে অনেক গল্পগাথা (Kalipuja 2024)। কথিত আছে, রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী। তিনিই শ্যামারুপা নামে এক দেবীর পুজো করতেন। কিন্তু সেই সময় সেন বংশের সাথে যুদ্ধ করে ইছাই ঘোষ শ্যামারুপা দেবীকে নিয়ে চলে যান পানাগড়ের দেউলে। অন্যদিকে বল্লাল সেনের মেয়ে লক্ষ্মীর সাথে বিয়ের ঠিক হয় পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের। কল্যানীপ্রসাদ ইছাই ঘোষের সাথে যুদ্ধ করেন ও দেবী শ্যামারুপাকে ফিরিয়ে আনেন। বিয়ের যৌতুকে শ্যামারুপার মুর্তি তুলে দেওয়া হয় লক্ষ্মীকে।
কল্যাণী প্রসাদ বিয়ে করে ফিরছেন। সঙ্গে স্ত্রী লক্ষ্মী ও দেবী শ্যামারুপা। কুলটি এলাকায় দিঘারী মৌজায় স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলে দিকভ্রষ্ট হন তাঁরা। সেই রাতে দিকভ্রষ্ট হয়ে রাজা কল্যাণী প্রসাদ ও লক্ষ্মী সেই জঙ্গলেই আশ্রয় নেন। শ্যামারুপাকে নামিয়ে রেখেছিলেন। কিন্তু পরের দিন সকালে শতচেষ্টাতেও দেবীকে আর তুলতে পারেননি। সেই স্বপ্নপুর অধুনা শবনপুরেই তৈরি হয় শ্যামারুপার মন্দির। কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের নামে যা পরবর্তী কালে কল্যানেশ্বরী হয়ে যায়। এই পুরোনো আদি মন্দির আজও আছে।
আরও পড়ুন: শক্তির আরাধনার মাঝেই দুর্গার আরাধনা! রক্ষিত পরিবারে দীপান্বিতা অমাবস্যায় হয় উমার বোধন
আরও পড়ুন: পুজোয় লাগেনা পুরোহিত, নেওয়া হয়না দক্ষিণা! চলছে ৪৫ ফুট বড়মার আরাধনা
কল্যানেশ্বরীর প্রধান সেবাইত দিলীপ দেওঘরিয়া জানান, এই মন্দিরেই মা অধিষ্ঠান করেন। আমাদের পুর্বপুরুষ দেবনাথ চট্টোপাধ্যায় (পরে দেওঘরিয়া উপাধি পান) মায়ের পুজো করতেন। তিনিই স্বপ্নাদেশ পেয়ে নতুন স্থানে মন্দির তৈরি করানোর উদ্যোগ নেন। ১৯ নম্বর যাতীয় সড়কের পাশে সবনপুর এলাকায় রয়েছে আদি মা কল্যানেশ্বরী মন্দির এখানেও হয় প্রত্যেক দিন নিত্যপুজো!! কালী পূজোর দিন হয় বিশেষ পুজো অর্চনা!! মায়ের কাছে পুজো দিতে আসে বহু দূরদুরন্ত থেকে ভক্তরা!!