ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন উপনির্বাচনে নিজের গড়ে ফিরবেন দিলীপ? সেই সব প্রশ্নের জল্পনায় জল ঢেলে বিধানসভা উপ নির্বাচনে ৬ আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির।
আগামী ১৩ নভেম্বর রয়েছে মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। বিজেপি সূত্রে খবর, সিতাই কেন্দ্রে প্রার্থী দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী রাহুল লোহার। নৈহাটি কেন্দ্রে প্রার্থী রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র প্রার্থী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী শুভজিৎ রায়। তালডাংরায় লড়াই করবেন অনন্যা রায় চক্রবর্তী।
২০২১ এর বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের জয়ী প্রার্থী জুন মালিয়াকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। আর এই জন্যই মেদিনীপুর বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন। আর এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে এবার কি তবে ঘরের ছেলে ঘরে ফিরবে? মেদিনীপুরের উপনির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু, নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় বিজেপি। যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নাম না থাকায় কিছুটা হলেও হতাশ জেলার বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:https://tribetv.in/intensely-bomb-blast-at-delhi-prashant-bihar-crpf-school-areas/
বিজেপির প্রাক্তন বিধায়ক, সাংসদ, রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব থেকে অবসর নিয়েছেন দিলীপ ঘোষ। খাতায় কলমে এখন দলের কোনও গুরুত্বপূর্ণ পদে নেই তিনি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, সেখানে বিজেপিকে জয় এনে দিতে পারেননি দিলীপ। আবার দিলীপ ঘোষের নিজের আসন মেদিনীপুরেও ভরা ডুবি হয়েছে বিজেপির।
সেখানে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে। তিনিও ২৭ হাজার ভোটে পরাজিত হযন তৃণমূল প্রার্থী জুন মালিয়ার কাছে। আর এ জন্যই ফের দিলীপের ঘরে ফেরার জল্পনা তৈরি হয় আসন্ন বিধানসভা উপনির্বাচনে। যদিও ধোপে টিকল না সেই সমস্ত যাবতীয় জল্পনা।