ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ের বয়স এখন বেশি নয়। আর তার মধ্যেই তাকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallick)! মেয়েকে কেমন করে মানুষ করছেন তিনি? কিছুদিন আগেই কোয়েলকে বলতে শোনা গিয়েছিল, দুই সন্তানকে সামলাতে এখন নাজেহাল অবস্থা। এখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন। এই মুহূর্তে কাজে ফিরবেন না, তবে কাজে ফিরবেন অবশ্যই। তার জন্য একটু সময় নিচ্ছেন। একরত্তি মেয়েকে এখন কীভাবে মানুষ করছেন?
অনুরাগীদের মনে প্রশ্ন (Koel Mallick)
সদ্য দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন টলি সুন্দরী কোয়েল মল্লিক (Koel Mallick)। কোয়েল এবং নিসপাল সিং এর সুখের সংসার। ছেলে কবীরের পরে এসেছে মেয়ে। তার বয়স এখন বেশি নয়। আর এখন থেকেই কোয়েল নাকি নিয়ম শৃঙ্খলার মধ্যেই রাখছেন মেয়েকে। কিন্তু মেয়ে তো এখন একদমই ছোট। তাহলে এমন প্রশ্ন অনুরাগীদের মনে উঠছে কেন? সন্তানদের নিয়ে ঠিক কী জানালেন কোয়েল মল্লিক?
কোয়েলের বক্তব্য (Koel Mallick)
কোয়েল মল্লিকের (Koel Mallick) বক্তব্য, মেয়ে যদিও এখন ভীষণই ছোট। মেয়ের উপর এখনও কোনও ডিসিপ্লিন তিনি শুরু করেনি। কিন্তু ছেলে কবীর যথেষ্ট ডিসিপ্লিনে থাকে। ছেলেকে এতটাই নিয়মের মধ্যে বেঁধে রাখেন যে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, ওখান থেকেই ছেলে ফোন করে মাকে জিজ্ঞাসা করে সে মিষ্টি খেতে পারবে কিনা। এখন থেকেই কবীর চেষ্টা করে, মায়ের সমস্ত কথা শুনে চলার। নিয়মের বাইরে যাওয়ার আগে মায়ের কাছ থেকে অনুমতি নেয়। কোয়েল মনে করেন, তাঁর কথা ছেলে কবীর কতটা শুনবে জানেন না। কিন্তু ছেলে যে তাঁকে প্রশ্ন করেছে, তাতেই তিনি উচ্ছ্বসিত।
আরও পড়ুন: Rashmika-Vijay: বিজয়-রশ্মিকার প্রেমে সিলমোহর! মুখ ফসকে সত্যি বলে ফেললেন অভিনেত্রী
বোনের প্রতি দায়িত্ববান কবীর
প্রসঙ্গত, দুই সন্তান নিয়ে কোয়েল এবং নিসপালের এখন ভরা সংসার। ২০২৪ এর মাঝামাঝি সময় কোয়েল জানিয়েছিলেন, তাদের সংসারে আসছে দ্বিতীয় সন্তান। তারপর ১৪ ডিসেম্বর তাঁর কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। ২০২০ সালের মে মাসে তাঁদের সংসারে এসেছিল বড় ছেলে কবীর। তারপর মাঝে কেটেছে চার বছর। দাদা কবীর কিন্তু বোনের প্রতি ভীষণ দায়িত্ববান।
মেয়ের নাম কী রাখলেন?
মেয়ের বয়স প্রায় দুমাস হতে চলল। তবে মেয়ের নাম কিংবা মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি। ছেলে কবীরের জন্মের দিনই তার নাম এবং ছবি কোয়েল প্রকাশ্যে এনেছিলেন। মেয়ের ভালো নাম এখনও কোয়েল ঠিক করেননি। তবে কবীর তার বোনকে পুচকি বলে ডাকে। ছেলে আর মেয়ের বন্ডিং নিয়ে অকপট নায়িকা। আপাতত তিনি মাতৃত্বকালীন ছুটিতে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন: Biswanath Basu: জুতো পরে মাল্যদান করায় চরম খেসারত, আক্রমণের মুখে বিশ্বনাথ বসু!
কোয়েলের মাতৃত্বের অনুভূতি
মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েলের বক্তব্য, “এটা খুব সুন্দর একটা অনুভূতি। সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক একই অনুভূতি ছিল ছেলে কবীরের জন্মের সময়। এখন কবীর অনেকটা বড় হয়েছে। বোনকে পুতুল ভেবে চটকায়। কি সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে”। তবে মেয়ে কবীরের চেয়ে অনেক শান্ত। পুচকির জন্মের পর থেকেই কোয়েলের শ্বশুরবাড়ির সকলে বলছে তাকে অনেকটা কোয়েলের মতো দেখতে তবে। যদিও বয়সের সঙ্গে সঙ্গে মুখ চেঞ্জ হবে। এমনটাই মনে করেন কয়েল।