ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার নতুন উদ্যোগ বিধায়কের। জনগণকে জবাবদিহি করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani Report Card)। বই আকারে প্রকাশ করলেন রায়গঞ্জের রিপোর্ট কার্ড।
নিজের রিপোর্ট কার্ড দিলেন বিধায়ক (Krishna Kalyani Report Card)
বিগত দিনগুলিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজের বিধানসভা এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তা তুলে ধরলেন জনগনের সামনে (Krishna Kalyani Report Card)। পুস্তক আকারে প্রকাশ করা রিপোর্ট কার্ডে তার সমস্ত কাজের হিসেব তুলে ধরলেন বিধায়ক নিজেই।
কীভাবে জানালেন তিনি? (Krishna Kalyani Report Card)
সোমবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই রিপোর্ট কার্ড রায়গঞ্জের মানুষের জন্য প্রকাশ করা হয়েছে (Krishna Kalyani Report Card)। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিগত দিনগুলিতে রায়গঞ্জের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন, তার সব তথ্য রাখা আছে এই রিপোর্ট কার্ডে। বই আকারে তা রায়গঞ্জ বিধানসভার নাগরিকদের কাছে পৌঁছে দিতে চান বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
কী বক্তব্য বিধায়কের?
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, এই বইতে সব তথ্য দেওয়া রয়েছে। তিনি মোট ১ লক্ষ ৯৮ হাজার মানুষকে পরিষেবা দিয়েছেন এবং কোন কোন পরিষেবা কত আছে তাও জানান হয়েছে সেই বইতে।
কাজের খতিয়ান
তিনি আরও জানিয়েছেন ১৮৫০৫টি স্বাস্থ্য সাথী অ্যাপ্লিকেশন করানো হয়েছে। ১৬৩০টি কিষাণ বন্ধু, ৭২১৩টি খাদ্যসাথী, ২১১৪টি রূপশ্রী অ্যাপ্লিকেশন করানো হয়েছে। এর পাশাপাশি ৬৮০টি ঐক্যশ্রী, ১২০৫৩ শিক্ষাশ্রী এবং লক্ষীর ভান্ডার ২৫৯৫০টি করানো হয়েছে বলেও জানানো হয়েছে এই বইতে।
মোট ৪৭ রকমের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ১ লক্ষ ৯৮ হাজারের বেশি পরিষেবা দেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিধায়ক নিজে।
সমাধান আপনার দরজার মাধ্যমে যে সমস্যা সমাধান করা হয়েছে তাঁর পরিসংখ্যানও এই বইতে তুলে ধরেছেন বিধায়ক। অঞ্চল ধরে ধরে তিনি জানিয়েছেন কথায় কত সমস্যার সমাধান করেছেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: আরজি কর-মামলার রায়ে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, ‘অপরাধের সঙ্গে আপস নয়’ বার্তা মমতার
এর প্রয়োজন কেন হল
এই রিপর্ট কার্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের জানা উচিৎ। যে এক্সপেক্টেশন রেখে সাধারণ মানুষ তাঁকে নির্বাচিত করেছেন সেখান থেকে তাঁর দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি। সেই কারনেই এটা তাঁর রিপোর্ট কার্ড। যাতে সাধারণ মানুষ জানতে পারেন তিনি কী কাজ করেছেন এবং কতটা কাজ করতে সক্ষম হয়েছেন।
আসবে আরও সাজেশন
আর এই বইয়ের পরে সাধারণ মানুষের তরফ থেকে আরও সাজেশন তাঁর কাছে আসতে পারে বলেও আশা প্রকাশ করেছেন বিধায়ক। সেই কাজ আগামী দিনে তিনি করতে পারবেন বলে জানিয়েছেন বিধায়ক।