ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে (Bangladesh Crisis) থামছে না হিন্দু নির্যাতন। প্রতিনিয়িত প্রকাশ্যে আসছে মারধর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। এই পরিস্থিতিতে ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে পড়শি দেশে শান্তি বাহিনী পাঠানোর আর্জি জানিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে বাংলাদেশে (Bangladesh Crisis) শান্তি বাহিনী পাঠানোর বিষয়ে এবার সহমত প্রকাশ করলেন চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ।
দিন যত যাচ্ছে পড়শি দেশে (Bangladesh Crisis) সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। অত্যাচারের বিরুদ্ধে ও সমানাধিকারের দাবিতে ইতিমধ্যেই বহুবার রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে সে-দেশের সংখ্যালঘুরা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশের মুসলিম মৌলবাদী কট্টরপন্থীরা। ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিল তারা। একমাসেরও বেশি সময় ধরে সে দেশের জেলে আটকে ইসকন সন্ন্যাসী চিন্ময়প্রভু।
সন্ন্যাসীর হয়ে আদালতে লড়তে গিয়ে আক্রান্ত হচ্ছেন আইনজীবীরা। তবুও অকুতোভয় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের হয়ে ফের তিনি আদালতে লড়াই করবেন বলে জানালেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেছেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/indias-former-pm-manmohan-singh-dies-aged-92/
শেখ হাসিনার বাংলাদেশ (Bangladesh Crisis) ছাড়ার পর ইউনূস সরকারের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ বাড়িয়ে তুলতে বাংলাদেশকে হাতিয়ার করছে পাকিস্তান। ৭১-এর যুদ্ধের ইতিহাস যে এবার বাংলাদেশ ভুলতে বসেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এই খবর অতিরঞ্জিত করে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে ইতিমধ্যে তোপ দেগেছে ইউনূস সরকার। তাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ।
আরও পড়ুন: https://tribetv.in/central-government-planning-income-tax-relief-rumor/
পাকিস্তানের ইন্ধনে ক্রমাগত বাড়ছে ওপারের আম্ফালন। ১৯৪৭ থেকে ৭১ এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে মিত্র ভারত এখন শত্রু দেশ! জিন্নার থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি এবার তবে পূর্ব পাকিস্তান হওয়ার পথে? এটাই এখন আন্তর্জাতিক মহলের সবথেকে বড় প্রশ্ন।