ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার মহারাষ্ট্রের ভোটের (Maharashtra Election 2024) কেন্দ্র বিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ছায়া। বিভিন্ন দলের প্রতিশ্রুতিতেই দেখা যাচ্ছে সেই সম্ভাবনা। সামনেই রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আর মাত্র দু’সপ্তাহ বাকি। আর ভোটের আগেই বিভিন্ন রাজনৈতিক দল ঢালাও প্রতিশ্রুতি দিয়ে থাকে। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগেও সেই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রতিশ্রুতির কেন্দ্র বিন্দুতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ছাপ।
মুখোমুখি দুই পক্ষ (Maharashtra Election 2024)
এই নির্বাচনে (Maharashtra Election 2024) মুখোমুখি ভোট লড়াইয়ে নেমেছে দুটি পক্ষ। একদিকে রয়েছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত) জোট “মহাজুটি”। অন্যদিকে রয়েছে কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর “মহাবিকাশ আগাড়ী” জোট। এই দুই জোটের মধ্যে শুরু ভোটের লড়াইয়ের প্রস্তুতি। ভোটের প্রচারে নেমে দু’পক্ষই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের জনগণকে। আর সেই প্রতিশ্রুতিতে যোগ হল বাংলার প্রকল্পের লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে তৈরি প্রকল্পের প্রতিশ্রুতি। কীভাবে সেটা জানুন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: Supreme Court: কর্মজীবনের শেষদিনে বুলডোজার অ্যাকশনের বিরোধিতা, বড় ঘোষণা চন্দ্রচূড়ের
শিন্ডের প্রকল্প (Maharashtra Election 2024)
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার কয়েক মাস আগে “লাডলি বহিন” প্রকল্প চালু করেছিল।এই প্রকল্প অনেকটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের মতোই। পশ্চিমবঙ্গের “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের ধাঁচে “লাডলি বহিন” প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। যেমন এরাজ্যের মহিলাদের “লক্ষ্মীর ভান্ডার ” প্রকল্পে টাকা দেওয়া হয় মহারাষ্ট্রের প্রকল্পেও টাকা দেওয়া হয় মহিলাদের। গত মঙ্গলবার কোলাপুরে বিজেপির “মহাজুটি” জোটের সভায় একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জিতলে এই “লাডলি বহিন” প্রকল্পের ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
পিছিয়ে নেই আগাড়ী
প্রতিশ্রুতিতে পিছিয়ে নেই উদ্ধব ঠাকরে- শরদ পওয়ারদের ‘মহা বিকাশ আগাড়ী’ বিরোধী শিবির। তারাও ‘মহাজুটি’র প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই জোটের যৌথ প্রচার মঞ্চ থেকে ঘোষণা করেছেন, ‘মহা বিকাশ আগাড়ী’ জোট ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে।এই ‘মহালক্ষ্মী যোজনা’ প্রকল্পেও “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পের মতোই মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হবে। তবে সেই টাকার পরিমাণ হবে ৩ হাজার টাকা।
আরও পড়ুন: Uttar Pradesh: মহিলাদের পোশাকের মাপ নিতে পারবে না পুরুষরা, নয়া প্রস্তাব উত্তরপ্রদেশে
শিন্ডের লক্ষ্য
মহিলাদের উন্নয়নের জন্য একনাথ শিন্ডের জোটের অন্যতম প্রধান লক্ষ্য হল মহিলাদের কর্মসংস্থান। তিনি ২৫ হাজার মহিলাকে মহারাষ্ট্রের পুলিশবাহিনীতে নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের জন্যেও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে একনাথ শিন্ডে “মহাজুটি” জোট। কৃষকদের কৃষিঋণ মকুবের পাশাপাশি বার্ষিক আর্থিক সহায়তা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার করা থেকে শুরু করে কৃষিপণ্যের এমএসসি উপর অতিরিক্ত ২০ শতাংশ ভর্তুকির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন একনাথ শিন্ডের “মহাজুটি”।
এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য মাসিক পেনশন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন একনাথ শিন্ডের জোট। এই পেনশন ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করার কথা বলেছে শিন্ডের জোট। এমনকি ১০ লক্ষ ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে মহাজুটির। একই সাথে রয়েছে বছরে ২৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতি। কোলাপুরের সভায় একনাথ শিন্ডের “মহাজুটি” জোট ১০টি ‘গ্যারান্টি’র ঘোষণা করেছে। রাহুল-শরদ-উদ্ধবেরাও এর জবাবে পাঁচটি ‘গ্যারান্টি’ ঘোষণা করেছেন। তবে উভয় শিবিরে রয়েছে এ’রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাপ।