ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক ইতিহাসে নজির গড়তে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাঁচীতে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করলেন হেমন্ত। এখন প্রশ্ন, হেমন্তের আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা কি যাবেন শপথগ্রহণ অনুষ্ঠানে?
বরাবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে সম্পর্ক খুব ভালো। বাংলার প্রতিবেশী রাজ্যের নির্বাচনে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (JMM) ভালো ফল করার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে শুভেচ্ছা জানান। এবার ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সফরে যাবেন তিনি।
আরও পড়ুন: Waqf Amendment Bill: বঙ্গ বিধানসভায় কেন্দ্রের ওয়াকফ ইস্যু, বিরোধিতায় পথে নামছে তৃণমূল
আরও পড়ুন: kolkata weather: কলকাতায় শীতের কামড়! একধাক্কায় পারদ নামল ১৭-র ঘরে
দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। দুপুর সাড়ে তিনটের সময় রাঁচিতে অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির জন্য তাঁকে নিজে ফোন করেন হেমন্ত। দীর্ঘক্ষণ কথোপকথন হয় হেমন্ত সোরেনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গেছে, কথোপকথনের পরই ঝটিকা সফরে ঝাড়খণ্ড (Jharkhand) যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা। দলীয় সূত্রে খবর, এদিন সকালে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে এদিন বিকেলে ফের কলকাতায় (Kolkata) ফিরবেন তিনি।
মুখ্যমন্ত্রী থাকাকালীন গত ৩১ জানুয়ারি জমি কেলেঙ্কারি অভিযোগে হেমন্তকে গ্রেফতার করা হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে নির্বাচনী লড়াইয়ে জিতে আরও একবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন জেএমএম (JMM) নেতা। আর প্রথম থেকেই জোটবন্ধু হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন তিনি ৷ এই আবহে হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।