ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বাংলাদেশের জেলে ভারতীর মৎস্যজীবীদের মারধর করা হয়েছে’ সোমবার গঙ্গাসাগরে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দেশে ফেরা ৯৫ জন মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। যা পেয়ে উচ্ছসিত মৎস্যজীবীরা (Mamata Banerjee News)।
দীর্ঘ ২ মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ৯৫ জন মৎস্যজীবী। রবিবার দুদেশের জলসীমায় এই হস্তান্তরের পর সোমবার ফেরত আসা মৎস্যজীবীদের তাঁদের সঙ্গে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। সেই সঙ্গেই তাঁর অভিযোগ বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে ভারতীর মৎস্যজীবীদের। যার জেরে অনেকে পা-কোমরে চোট পেয়েছেন। হাঁটতে অসুবিধা হচ্ছে তাঁদের। আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: https://tribetv.in/ed-forms-charge-against-sujaykrishna-bhadra/
বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। এবার মুখ খুললেন মৎস্যজীবীরাও। যোগাযোগ করতে দেওয়া হয়নি দেশের কারোও সঙ্গে, কথা বলতে দেওয়া হত না পরিবারের সঙ্গে। পড়শি দেশের সেনারা হাত-পা বেঁধে ফেলে রেখেছিল বলেও অভিযোগ করেন তাঁরা। এছাড়াও মোবাইল ফোন সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তাঁদের থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ জেল থেকে মুক্তি পাওয়া মৎস্যজীবীরা।
সোমবার গঙ্গাসাগরে গিয়ে দেশে ফেরা মৎস্যজীবীদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা ও শাল তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। এত দিন বাংলাদেশের জেলে ছিলেন মৎস্যজীবীরা। এবার বাড়ি ফিরে তাঁরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তাই এই আর্থিক সাহায্য বলে জানান মুখ্যমন্ত্রী। দেশে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে আর্থিক সাহায্য পেয়ে খুশি মৎস্যজীবীরা।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-metro-rail-service-resume-due-to-unpleasant-inc/
দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় রবিবার। ভারত-বাংলাদেশের সম্পর্কের চাপানউতরের মধ্যেই মুক্তি পান মৎস্যজীবীরা। দেশে ফিরেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee News) কাছ থেকে উপহার পেয়ে উচ্ছসিত তাঁরা। বহুদিন পরে কাছের মানুষকে চোখের দেখতে পেয়ে আনন্দে চোখের জলে ভাসাচ্ছেন মৎস্যজীবীদের আত্মীয় পরিজনেরাও।