ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। বছরের শুরুতেই শাহজাহান শেখকে ঘিরে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। বছর শেষে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে একথা নিজেই জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)।
চলতি বছরের ৫ জানুয়ারি থেকে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার এই এলাকা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনাপ্রবাহের পর এই প্রথমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানালেন।
সোমবার দুপুর ১টায় সন্দেশখালিতে সরকারি কর্মসূচি রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee News) নিজে শতাধিক মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন। সরকারি অনুষ্ঠান থেকে প্রায় ২০ হাজার উপভোক্তাকে সাহায্য করা হবে।
আরও পড়ুন: https://tribetv.in/partha-chatterjee-news-charge-making-process-was-going/
রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি, তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকরা। কিছুদিন পরেই শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা। নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-high-court-news-stay-order-on-doctors-dharna/
লোকসভা ভোটে বিরোধীদের প্রধান ইস্যুও হয়ে ওঠে সন্দেশখালি। সন্দেশখালির এক নির্যাতিতাকেই প্রার্থী করে বিজেপি। চাপের মুখে প্রথমে শাহজাহান পরে তাঁর শাখরেদ উত্তম, শিবুকে গ্রেফতার করে পুলিশ। এত কিছুর পরেও লোকসভা ভোটে বসিরহাট আসনে বিপুল ভোটে জেতে তৃণমূল। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News) বলেছিলেন, বসিরহাটে তৃণমূল জিতলে তিনি সন্দেশখালি যাবেন। বছর ঘোরার আগেই কথা রাখলেন তিনি।মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee News) এই সফর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।