ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মনিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং (N Biren Singh)। গত প্রায় ২ বছর ধরে বিভিন্ন সময়ে অশান্তির চিত্র দেখা গিয়েছে মণিপুরে (Manipur)। বারংবার প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) ভূমিকা নিয়ে। এরই মধ্যে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত। রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয়কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি।
হটাৎ কেন পদত্যাগের সিদ্ধান্ত ? (N Biren Singh)
সোমবার মণিপুরে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।সূত্রের খবর, সেখানে মণিপুর (Manipur) হিংসা নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। সেই খবর পান বীরেন (N Biren Singh)। আস্থা ভোটে বীরেন সরকারের পতনের সম্ভাবনা ছিল প্রবল। যদিও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহারের পর সরকার টিকিয়ে রাখতে পর্যাপ্ত সংখ্যা ছিল বিজেপির কাছে। কিন্তু, সূত্রের খবর একাধিক বিধায়ক দলের হুইপ অমান্য করে অনাস্থা ভোটে বীরেন সিংয়ের বিরুদ্ধে ভোট দিতে পারতেন। কারণ, তাঁরা মুখ্যমন্ত্রী পরিবর্তনের পক্ষে। এমনকি, বীরেন সিংয়ের মতপার্থক্য সামনে এসেছে মণিপুর বিধানসভার অধ্যক্ষের সঙ্গেও। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার বসেন বীরেন সিং।তারপরই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বীরেন।
শাহী বৈঠকের পরেই বীরেনের পদত্যাগ (N Biren Singh)
মণিপুর হিংসা নিয়ে গত বেশ কিছু দিন ধরেই ঘরে -বাইরে চাপের মুখে পড়তে হচ্ছিল বীরেনকে (N Biren Singh)। এই আবহে রবিবার সকালে নয়াদিল্লিতে অমিত শাহ (Amit Shah) এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার (J. P. Nadda) সঙ্গে দেখা করেন বীরেন।সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্স ফ্রন্ট-এর ১৪ জন বিধায়ক। মনিপুরের বেশ কিছু বিজেপি বিধায়ক বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট। এমত পরিস্থিতিতে কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনলে, ভোটাভুটিতে বীরেন সরকারের পতনের সম্ভাবনা ছিল প্রবল। তাই বীরেনের পদত্যাগই ছিল একমাত্র পথ। সূত্রের খবর, রবিবারের বৈঠকে তাঁকে সে কথা স্পষ্ট করে দেন শাহ। মাত্র ১৫ মিনিট চলে বৈঠক। বৈঠকের পর ইম্ফলে ফিরেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বীরেন।
আরও পড়ুন : ছত্তীসগঢ়ে এনকাউন্টারে নিহত ১২ জন মাওবাদী! শহিদ ২ জওয়ান
পদত্যাগ পত্রে বীরেনের বার্তা
সূত্রের খবর, এন বীরেন সিং তাঁর পদত্যাগ পত্রে লিখেছেন, ‘এতদিন মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত।কেন্দ্রকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, উন্নয়ন, একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য আমি ধন্যবাদ জানাই। আগামীতেও কেন্দ্র যাতে একই পথে হাঁটে সেজন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন : রাজধানীতে আপের ভরাডুবি, শীর্ষ ক্ষমতা হারিয়েও উদ্দাম নাচ দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর
গত দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীসংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অতীতে বার বারই প্রশ্ন উঠেছে। গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। সঙ্গে আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। ফেরাবেন তিনিই। সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন বীরেন সিং।