Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবান্নে শুরু হল ১৬ তম ষোড়শ অর্থ কমিশনের বৈঠক। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে পৌরহিত্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের পক্ষ থেকে বৈঠকে যোগ দিয়েছেন মহম্মদ সেলিম। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শংকর ঘোষ ও দীপক বর্মন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যোগ দিয়েছেন শুভঙ্কর সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের তরফে বৈঠকে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাত মিশ্র-সহ অনেকেই। বৈঠকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ষোড়শ অর্থ কমিশনের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা এই বৈঠক ডেকেছেন। বৈঠকে অর্থ কমিশনের আওতায় পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় বরাদ্দের রূপরেখা চূড়ান্ত হবে। রাজ্যগুলির সঙ্গে কথা বলে, তাদের চাহিদা, সমস্যা, এতদিনের কাজকর্ম সব বুঝে অর্থ বরাদ্দের প্রস্তাব করবে সেই কমিশন। পরবর্তী পাঁচ বছর ধরে যা চলতে থাকবে। ফলে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।
আরও পড়ুন: https://tribetv.in/tripura-govt-bans-bangladeshi-due-to-current-circumstances-scenario/
বিশেষজ্ঞদের মতে, রাজ্যের আয়তন, জনসংখ্যা, জনঘনত্ব, আর্থিক গতিবিধি, কর ব্যবস্থাপনা ইত্যাদি খতিয়ে দেখে কমিশন। তার ভিত্তিতে রাজস্ব ঘাটতি অনুদান, পঞ্চায়েত-পুরসভার মতে স্থানীয় প্রশাসনে বরাদ্দ দিয়ে থাকে। সেইসঙ্গে গ্রামীণ পরিকাঠামো, স্বাস্থ্য, স্বচ্ছতা, বর্জ্য ব্যবস্থাপনা, বিপর্যয় মোকাবিলা, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রেও বরাদ্দ দিয়ে থাকে। আবাস, একশো দিনের কাজের মতো প্রকল্পগুলিতে যখন কেন্দ্রের বরাদ্দ বন্ধ রয়েছে, তখন কমিশনের বরাদ্দ দেওয়ার আগে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-mla-lovely-maitra-targets-opponents-over-rg-kar-protest-issue/
আরও পড়ুন: https://tribetv.in/tmc-supremo-mamata-banerjee-took-charges-of-party-own-hand/
সূত্রের খবর, রাজ্যের আর্থিক বিষয়ক নানা তথ্য বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরবেন তাঁর সরকারের উন্নয়নের কর্মকাণ্ড। সেখানে মহম্মদ সেলিম, শংকর ঘোষরা ফিনান্স কমিশনের প্রতিনিধিদের সামনে কী বলেন সেটাই দেখার।