Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি কলকাতাতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (Mithun Chakraborty) ছবির ট্রেলার লঞ্চে বিঘ্ন ঘটেছিল। শুরু থেকেই নানা রকম বিতর্ক পিছু ছাড়ছে না বেঙ্গল ফাইলসের। বেঙ্গল ফাইলসে বাবা ও ছেলের অভিনয় একসাথে দেখা যাবে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও তাঁর ছোট ছেলে নমাশি চক্রবর্তীকে (Namashi Chakraborty)। নমাশি ‘ ব্যাড বয় ‘ (Bad boy ) চলচ্চিত্রের মাধ্যমে বলিউডের আত্মপ্রকাশ করেন।
বাবার সামনে ভয় (Mithun Chakraborty)
নমাশি চক্রবর্তী (Mithun Chakraborty) প্রথমবার বাবার সাথে কাজ করছেন। তাঁর ক্যারিয়ারের শুরুতেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাথে কাজের সুযোগ। অনেকদিন থেকেই নমাশির ইচ্ছা ছিল বিবেক অগ্নিহোত্রীর সাথে কাজ করার। তবে প্রথমবার যেহেতু বাবার সাথে কাজ তাই একটু ভয়ে ভয়ে ছিলেন অভিনেতা। ছবির কাজ এগোতে থাকলে ভয় কিছুটা কেটে যায় অভিনেতা নমাশি চক্রবর্তীর (Namashi Chakraborty)।
মর্মাহত (Mithun Chakraborty)
কলকাতায় এসে অভিনেতা নমাশি ভীষণই খুশি (Mithun Chakraborty)। কারণ এখানেই যে তাঁর বাবা ঠাকুরদার জন্ম ভিটে। তবে কলকাতায় বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ না চালাতে দেওয়ায় তিনি মর্মাহত। কারণ অভিনেতা মনে করেন , কলকাতা তাঁর বাবা ঠাকুরদার জন্মভূমি। যে জন্মভূমিতে বাবা ঠাকুরদার ছবির প্রশংসা করা হয়, যেখানে বাংলা শিল্পকলাকে স্যালুট করা হয়। সেখানে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে এমন একটি ঘটনা তিনি আশা করেননি।
ঘেন্না করবে !
‘দ্যা বেঙ্গল ফাইলস’ এ নমাশির চরিত্র দেখে লোকে ঘেন্না করবে বলে , মনে করেছেন অভিনেতা নমাশি চক্রবর্তী । তাহলেও তিনি এই চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণই খুশি। বাংলা ছবিতে অভিনেতা তেমন ভাবে কাজের সুযোগ পাননি। যদি বাংলায় অভিনয়ের সুযোগ আসে, তবে টলিউডে দাদা মিমোর মতো কাজ করতে তৈরি নমাশি।
বাবার আদর্শে অনুপ্রাণিত
‘দ্য বেঙ্গল ফাইলসে’ নমাশিকে মিঠুন চক্রবর্তী অনেকটাই গাইড করেছেন । অভিনেতার মতে তাঁর বাবা ও পরিচালক খুব সুন্দর ভাবে প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন। নমাশির কথায় ,” বাবা শিখিয়েছেন ডিরেক্টর যা বলবেন সেটাই ঠিক। বাবার আদর্শে বড় হয়েছেন । বাবা শিখিয়েছেন, কিভাবে হার্ডওয়ার্ক করতে হয় ।” কারণ পরিশ্রম করলে ভালো ফল আসবেই বলে মনে করেন অভিনেতার বাবা। আর বাবার কথা মতোই তিনিও সেটাই বিশ্বাস করেন। বেঙ্গল ফাইলসের চরিত্রের জন্য নমাশিকে পরিশ্রম করতে হয়েছে। আর এই চরিত্রে অভিনয় না করার কোনও জায়গা ছিল না বলে মনে করেন নমাশি। কারণ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাথে তাঁর কাজ করার ইচ্ছা বহু দিনের। আগে ‘কাশ্মীর ফাইলস’ , ‘দ্য তাসখন্দ’ দেখেছেন অভিনেতা। আর প্রত্যেকটি ছবিতে অভিনয় অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের কাজ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সে দিক দিয়ে তিনি খুব ছোট । বলতে গেলে খুব কম অভিনয় করেছেন তিনি । তবে বেঙ্গল ফাইলসের মানুষজন নমাশিকে বুঝতে দেননি যে , তিনি কম অভিনয় করেছেন।
আরও পড়ুন: WB Weather Update: আবার ঘনাচ্ছে কালো মেঘ, বৃষ্টি নামবে ঝেঁপে!
সবশেষে অভিনেতা নমাশি চক্রবর্তী (Namashi Chakraborty) মনে করেন, মানুষজন ‘দ্য বেঙ্গল ফাইলস ‘ ছবিকে ভালোবাসা দেবেন। তবে অভিনেতা দুঃখ পেয়েছেন, কলকাতাতে বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ না করতে দেওয়ায়।