ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকাতে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৫ নভেম্বর। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির তরফে প্রেসিডেন্ট নির্বাচনে লড়চ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান-এর প্রেসিডেন্ট পদপ্রাথী হিসেবে নির্বাচনে লড়চ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
বড় লড়াই ট্রাম্পের (Donald Trump)
এবারের নির্বাচন কমলা হ্যারিসের কাছে শুধুমাত্র হোয়াইট হাউস দখলের লড়াই হলেও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এর কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই নির্বাচনে রিপাবলিকান-এর প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতলে তিনি দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যাবেন। কিন্তু, যদি তিনি ভোটে হেরে যান তাহলে তার ঠাঁই হবে কারাগারে। ভোটে জিতলে তিনিই হবেন “সিকান্দার”। কিন্তু যদি এই নির্বাচনে রিপাবলিকান-এর প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প হেরে যান তাহলে তার কারাবাস হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আমেরিকার আইনজীবীরা।
আরও পড়ুন: India-Canada row: কানাডায় হিন্দুদের উপরে হামলায় খালিস্তানী সমর্থকরা, উদ্বিগ্ন ভারত
ক্যাপিটলে হামলা (Donald Trump)
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ছিল রিপাবলিকান সমর্থকরা। যে ঘটনায় হামলাকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রাথী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এর বিরুধে। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে শুরু হয় মামলা।
অন্যান্য অভিযোগ
এছাড়াও,আয়কর জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকার বিচার ব্যবস্থায় অবৈধ ভাবে প্রভাব চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। বিদেশী রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দেওয়ারও অভিযোগে অভিযুক্ত হয়েছেন ট্রাম্প।
পর্ণ তারকাকে ঘুষ
তবে ট্রাম্পের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে, এক পর্ণ তারকাকে ঘুষ দিয়ে ছিলেন ২০১৬ সালের নির্বাচনের আগে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ণ তারকার সঙ্গে শারীরিক সম্পর্কের পর তা ফাঁস না করার জন্য ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। এমনকি, এই ঘটনা গোপন রাখতে নিজের কোম্পানির নথিতেও জালিয়াতি করেছেন তিনি। এমনই ৩৪টি মামলায় অভিযুক্ত হয়েছেন‘ডোনাল্ড ট্রাম্প’।
আরও পড়ুন: Canada Temple Attack: কানাডায় ফের আক্রমণ হিন্দু মন্দিরে! চাপে ট্রুডো
অভিযোগ প্রমাণিত
২০২৪ সালের ৩১ মে এই মামলাগুলিতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছিল আমেরিকার ফেডারেল আদালত। ফেডারেল আদালতের ১২ সদস্যের জুরি জানিয়েছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু, ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন জানিয়েছিলেন, ট্রাম্পের সাজা শোনানোর দিন পিছিয়ে দেওয়া হোক। সেই আবেদন মেনে নিয়ে আদালত ট্রাম্পের সাজা শোনানোর দিন পিছিয়ে দিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ার পর সেই সাজা শোনানো হতে পারে ২৬ নভেম্বর।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
ফলাফলে নির্ভর ট্রাম্পের ভবিষ্যৎ
আর তার আগেই রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা। আমেরিকার আইনজীবীরা বলছেন, এই ফল যদি ট্রাম্পের পক্ষে যায় অর্থাৎ, ট্রাম্প ভোটে জয় লাভ করেন তাহলে তার বিরুধে ওঠা অভিযোগ ও মামলা স্থগিত হয়ে যাবে আমেরিকার আইন অনুযায়ী। সেক্ষেত্রে ট্রাম্পের কাছে এই ভোটের লড়াই শুধু প্রেসিডেন্ট নির্বাচন বা হোয়াইট হাউস দখলের লড়াই নয়। এই লড়াই ট্রাম্পের অস্তিত্ব রক্ষার লড়াই।