ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভে (Maha Kumbh) গিয়েছিলেন নীলাঞ্জনা শর্মা (Nilanjanaa Sharma)। কিন্তু সেখান থেকে তড়িঘড়ি তাঁকে ফিরতে হল কলকাতায় (Kolkata) । অসুস্থ নীলাঞ্জনার বাবা (Father)। শোনা যাচ্ছে, আইসিইউতে ভর্তি রয়েছেন। তাই মহাকুম্ভ থেকে নির্দিষ্ট দিনে ফেরার আগেই নীলাঞ্জনাকে চলে আসতে হয়েছে।
বারাণসীতে শিবরাত্রি পালনের পরিকল্পনা (Nilanjanaa Sharma)
গত ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে ছিল নীলাঞ্জনার জন্মদিন (birthday) । আর সেই দিনই জেঠু এবং তুতো দাদার সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। প্রযোজক-অভিনেত্রীর পরিকল্পনা ছিল, মহাকুম্ভের সঙ্গমে পূণ্য স্নান সেরে রওনা দেবেন বারাণসীর উদ্দেশ্যে। সেখানেই শিবরাত্রি পালন করবেন। কিন্তু যেমনটা ভেবেছিলেন, তেমনটা হল না। হঠাৎই জানতে পারলেন, তাঁর বাবা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাই সাত পাঁচ না ভেবেই নীলাঞ্জনা তড়িঘড়ি প্রয়াগরাজ থেকে কলকাতায় ফেরেন।
নীলাঞ্জনার সময় ভালো যাচ্ছে না (Nilanjanaa Sharma)
টলিপাড়ার ফিসফাস বলছে, নীলাঞ্জনার সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। যীশুর সঙ্গে প্রায় দুই দশকের বৈবাহিক সম্পর্ক। সেই সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। তার উপর মাতৃ বিয়োগের কষ্ট। সবকিছু সামলে যখন নীলাঞ্জনা ধীরে ধীরে তাঁর ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নিয়েছেন, তার মাঝেই এসে পৌঁছাল দুঃসংবাদ। মহাকুম্ভে গিয়ে নির্দিষ্ট দিনের আগেই তাঁকে বাড়ি ফিরতে হল।
আরও পড়ুন: Bengali Serial TRP: আবারও ‘পরিণীতা’র মাথায় টিআরপির শিরোপা, কামাল দেখাচ্ছে ‘জগদ্ধাত্রী’
দীর্ঘদিন ধরে অসুস্থ নীলাঞ্জনার বাবা
শোনা গেছে, নীলাঞ্জনার বাবা গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছেন। তিনি এখন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। নীলাঞ্জনার বাবা অনিল শর্মার বয়স প্রায় ৭৭ বছর। বাবার অসুস্থতার খবর পেয়ে নীলাঞ্জনা বিন্দুমাত্র দেরি করেননি। মঙ্গলবারই কলকাতায় ফিরে এসেছেন । বর্তমানে তাঁর বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তুলনামূলক ভাবে আগের থেকে কিছুটা ভালো। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অপরদিকে বাবার অসুস্থতার খবর শুনে নীলাঞ্জনার বোন চন্দনা ভৌমিক মুম্বাই থেকে এসেছেন কলকাতায়।
আরও পড়ুন: Dev-Rukmini: ব্যস্ততার মাঝে একান্তে ছুটি কাটাচ্ছেন দেব-রুক্মিণী! কোথায় ঘুরতে গেলেন?
নীলাঞ্জনা জীবনে একের পর এক ঝড়
প্রযোজক অভিনেত্রী নীলাঞ্জনার শিবরাত্রি নিয়ে একটু অন্যরকম পরিকল্পনা ছিল। তবে এবারের শিবরাত্রি তিনি পালন করেছেন নিজের বাড়িতেই। এখন নীলাঞ্জনার পরিবারের সকলেরই দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটছে। গত একটা বছরের কথা বললে, নীলাঞ্জনার জীবনে কম ঝড় ঝাপটা গেল না। মাতৃহারা হওয়ার পরেই শোনা গিয়েছিল যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) সঙ্গে নীলাঞ্জনার সম্পর্কে ভাঙন ধরেছে। দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে তিনি নিজের মতো থাকছেন। কয়েক দিন আগেই মায়ের বাৎসরিক কাজ করেছিলেন। সেখানেও তাঁকে আবেগপ্রবণ অবস্থায় দেখা গিয়েছে। আর এখন নীলাঞ্জনার বাবা অসুস্থ। এই সংবাদে নীলাঞ্জনার অনুরাগীদেরও ভীষণ মন খারাপ।