ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঞ্জি জাম্পিংয়ে যোগ দিতে গিয়েই বড় বিপদে। খাদে পড়ে গিয়ে নাকি মৃত্যু হয়েছে নোরা ফতেহির (Nora Fatehi)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) হু হু করে ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার সেই ভিডিও। কিন্তু এই ভাইরাল ভিডিওর সত্যতা কতটা? অপরদিকে মন খারাপ নোরা ফতেহির ভক্তদের। চিন্তায় উদ্বিগ্ন তারা। কদিন আগেই লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানলের কোপে পড়েছিলেন নোরা। সেখান থেকে বেঁচে ফিরেছিলেন। তবে কি এই অভিনেত্রী মডেলের সামনে আবার নতুন করে বিপদ হাজির হল? সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নোরার মৃত্যু সংবাদ।
বেনামি অ্যাকাউন্ট থেকে ভাইরাল ভিডিও (Nora Fatehi)
হঠাৎ করেই বলিউডের অন্দরে শোনা (Nora Fatehi) যেতে থাকে, দুঃসাহসিক একটা খেলায় যোগ দিয়েছেন নোরা।সেখানেই নাকি দুর্ঘটনার মুখে পড়েছেন তিনি। পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন। সেই ঘটনায় মৃত্যু হয়েছে নোরার। আর এই খবর যখন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে, তখনই প্রকাশ্যে চলে এল, আসল সত্যিটা। দুর্ঘটনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তার সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও যে বাঞ্জি জাম্পিংয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে , ওটা আসলে শেয়ার করা হয়েছে একটি বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখানেই দাবি করা হয়েছিল, খাদে পড়ে নোরা ফতেহির মৃত্যু হয়েছে। অপরদিকে এই খবরে নড়ে চড়ে বসেছে অভিনেত্রীর টিম।
কেমন আছেন নোরা? (Nora Fatehi)
শোনা যাচ্ছে, ওই ভাইরাল ভিডিওটি বেশ পুরনো (Nora Fatehi)। আর ভিডিওটিতে একটি মহিলাকে অবশ্যই দেখা যাচ্ছে, তবে তিনি নোরা ফতেহি নন। অর্থাৎ পুরো বিষয়টাই একটা ভুয়ো খবর। অভিনেত্রী দিব্যি আছেন। কিন্তু এই যে তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এসব নিয়ে কিন্তু তিনি বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না। বরং তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন, তিনি বেশি সুস্থই রয়েছেন।
আরও পড়ুন: Trina Saha: তৃণার এখন নতুন সঙ্গী, ঘুরছেন বাইকে করে! কবে ফিরছেন ছোটপর্দায়?
বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ নোরা
নোরা এখন তাঁর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। দেখতে দেখতে বলিউডে পার করে ফেলেছেন প্রায় দশ বছর। ইতিমধ্যেই একাধিক নাচের ভিডিও থেকে শুরু করে বিচারকের আসনে বসে দর্শকদের নজর কেড়েছেন। বলিউডের এখন ব্যস্ততম তারকা বলা হয় নোরা ফতেহিকে। জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। জন্মসূত্রে কানাডার নাগরিক হলেও, তাঁর নাচ অভিনয় এবং মডেলের মাধ্যমে যশ পেয়েছেন ভারতের মাটিতে। বলিউডের ‘আইটেম গার্ল’ বলতে মালাইকা অরোরার পর এখন নেওয়া হয় নোরা ফতেহির নাম। তাঁর মৃত্যুর খবরে, অনুরাগীরা যে বিচলিত হবেন সেটাই স্বাভাবিক। তবে খবরটা পুরোপুরি ভুয়ো। এমনটাই জানিয়েছে অভিনেত্রীর টিম।