ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি মুক্তি পেল ‘নিকষ ছায়া’-র ট্রেলার। আর এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), অভিনেত্রী অনিন্দিতা ও সুরঙ্গনা এবং অভিনেতা গৌরব চক্রবর্তী। ভূত চতুর্দশীতে হইচই (hoichoi) এর পর্দায় ফিরছে পরমব্রত ম্যাজিক।
২০২৩ সালে ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi) দিন হইচইতে মুক্তি পেয়েছিল পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ পর্নশবরীর শাপ (Parnashavarir Shaap)। এই ‘পর্ণশবরীর শাপ’ এর সাকসেস পার্টির দিনই পরিচালক পরমব্রত ঘোষণা করেছিলেন, এই সিরিজের দ্বিতীয় খন্ড তিনি আবার বানাবেন।
আরও পড়ুন: Abhishek-Aishwarya Divorce Rumor: আলাদা হচ্ছেন অভিষেক-ঐশ্বর্য? বিতর্কে বিগ বি!
পরমব্রত নিজের কথা রেখেছেন। এই বছরও অর্থাৎ ২০২৪ সালে ভূত চতুর্দশীর দিন মুক্তি পেতে চলেছে ‘নিকষ ছায়া’ ( Nikosh Chhaya) । সেই পুরনো মানুষগুলো নতুনরূপে ফিরে আসছে এই সিরিজে। ভাদুড়ী মশায় চরিত্রে আবারও রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও রয়েছেন সুরঙ্গনা, অনিন্দিতা, অর্ণব, গৌরব। ২০২৩ সালে মুক্তি পাওয়ার সিরিজটিতে যে গল্পটি দেখানো হয়েছিল, সেটি ছিল স্বল্প দৈর্ঘের পাহাড়কেন্দ্রিক গল্প।
২০২৪ এর ভূত চতুর্দশীর দিন যে গল্পটি মুক্তি পাচ্ছে, সেটির দৈর্ঘ্য আগের তুলনায় অনেকটাই বেশি। এই গল্পে যোগ দিয়েছেন আরও অনেক নতুন চরিত্র। সুরঙ্গনা জানান, এই গল্পের মাধ্যমে দর্শক তাঁর চরিত্রটির গুরুত্ব বুঝতে পারবেন।
আরও পড়ুন: Entertainment News: অতীত সামান্থা, ফের বিয়ের পিঁড়িতে নাগা চৈতন্য
এইবারের গল্পে কোনও পাহাড়ে গিয়ে শুটিং হয়নি। যার ফলে পরিচালক পরমব্রতর কাছে ভয়ের পরিবেশ সৃষ্টি করা বেশ কঠিন হয়ে উঠেছিল। পরমব্রত আরও জানান, পাহাড়ের কিছু এলাকায় পরিবেশ হয় বেশ গা ছমছমে। যার ফলে ভয় পাওয়ার পরিবেশ সৃষ্টিতে পরিশ্রম কম করতে হয়।
কিন্তু এইবারের শুটিং হয়েছে কলকাতা এবং কলকাতার আশেপাশের শহরতলিতে। যেখানে মানুষ নিত্যদিন যাতায়াত করেন। এক্ষেত্রে পরিচালক পরমব্রতর কাছে ভয়ের পরিবেশ সৃষ্টি করাটাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়।
অভিনেত্রী অনিন্দিতা জানান, আগের সিরিজের সাফল্য তাদের এই সিরিজ তৈরি করতে অনেকাংশে সাহায্য করেছে।