ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi At Maha Kumbh)। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আরিয়াল ঘাট থেকে বোটে করে সঙ্গমে যান প্রধানমন্ত্রী। পরনে গেরুয়া পোশাক- হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে পুণ্যস্নান সারলেন নরেন্দ্র মোদি। পুণ্যস্নানের পর রুদ্রাক্ষের মালা হাতে মন্ত্রজপ করলেন প্রধানমন্ত্রী। করলেন সূর্য প্রণাম।
ত্রিবেণী সঙ্গমে সারলেন পুণ্যস্নান (PM Modi At Maha Kumbh)
বুধবার সকালে প্রয়াগরাজে (Maha Kumbh 2025) পৌঁছানোর পর থেকে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । যদিও স্নানের সময় একাই দেখা গিয়েছে মোদিকে। একটি বিশাল আকারের বজরা ধরনের জলযানে প্রথমে মোদি ও যোগী সঙ্গমঘাট পরিদর্শন করেন (PM Modi At Maha Kumbh)। তারপর সেই ভাসমান যানের ছোট্ট কুটীরে পুজোআচ্চা করেন তিনি। এদিন স্নানের সময় প্রধানমন্ত্রী পরেছিলেন একটি নেভি ব্লু রঙের ট্রাকস্যুট ও গেরুয়া জ্যাকেট। গলায় ছিল আকাশি নীল রঙের একটি উত্তরীয়। হলুদ রঙের একটি মোটা নাইলনের দড়ি ধরে তিনি হাঁটুজলেরও কম জলে দাঁড়িয়ে অবগাহনের চেষ্টা করেন। বার কয়েক ডুব দিয়ে রুদ্রাক্ষ মালা হাতে জড়িয়ে অঞ্জলি করে গঙ্গা ও সূর্য প্রণাম সারেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: Narendra Modi : দিল্লি নির্বাচনের দিনেই মহাকুম্ভে মোদী, ডুব দেবেন ত্রিবেণী সঙ্গমে
আজ মাঘী অষ্টমী তিথি। মহাভারতের কাহিনী অনুযায়ী, আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। বিজেপি সূত্রে খবর, সেজন্যই পুণ্যস্নানের জন্য আজকের দিনটা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi At Maha Kumbh)। তবে দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) ভোটগ্রহণ চলাকালীন প্রধানমন্ত্রীর মহাকুম্ভে স্নান করার সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। আম আদমি পার্টি এবং কংগ্রেস অভিযোগ করেছে প্রধানমন্ত্রী রাজধানীর ভোটারদের প্রভাবিত করতেই কুম্ভস্নানের জন্য বুধবারকে বেছে নিয়েছেন।
আরও পড়ুন: Uttar Pradesh: ‘রাম, সীতা আপনারা কোথায়?’ কপাল চাপড়ে হাউহাউ করে কাঁদলেন সাংসদ
কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথিতে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসাবে, সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। এরপর যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আর সেই ঘটনার পর এদিন প্রয়াগরাজে গেলেন প্রধানমন্ত্রী। এদিন প্রয়াগরাজে (Prayagraj) রয়েছে উপচে পড়া ভিড়।