ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃণমূলের বিধায়কের নামে নিখোঁজ পোস্টার! ‘সন্ধান চাই’। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূলের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডলের নামে সন্ধান চাই বলে নিখোঁজ পোস্টার পড়লো তার বাড়ির পাশে চৌমাথা এলাকায়।
এই পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানে লেখা রয়েছে, বিধায়ককে ঠিকমতো পাওয়া যায় না, তিনি মাসের বেশিরভাগ দিন বাড়িতে থাকেন না, গ্রামবাসীরা জানাচ্ছেন, ”আমরা দীর্ঘদিন ধরে কোনও সরকারি সামাজিক প্রকল্পের কাজ নিয়ে গেলে সেগুলো ঠিকঠাক মতো তার কাছ থেকে সুরাহ পায় না।”
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের মুরারিশায় বাড়ি বিধায়কের। শনিবার সকালে সেই মুরারিশাতেই বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি-সহ এই ধরনের পোস্টার পড়েছে। ‘বিতর্কিত’ পোস্টার পড়েছে মুরারিশা চৌমাথায়। তা ছাড়া বিধায়কের অফিস এবং তাঁর বাড়ির আশপাশেও পোস্টার দেখা গিয়েছে।
আরও পড়ুন:https://tribetv.in/allegation-of-corruption-raised-against-tmc-led-panchayet/
পোস্টারে লেখা, “এই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পেশায় বসিরহাট উত্তরের বিধায়ক। আগে বিধানসভায় যেতেন লাল পোশাকে, পরবর্তীতে সবুজ পোশাকে। বিধানসভা ভোটের পর থেকে এঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।” এমনকি বিধায়কের পরিবারের কাছ থেকেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে লেখা হয়েছে পোস্টারে।
আরও পড়ুন:https://tribetv.in/commercial-lpg-cylinder-price-was-increase-from-today/
আরও পড়ুন: https://tribetv.in/delhi-air-quality-very-poor-during-diwali-2024/
পোস্টারে আরও দাবি, ”বেশিরভাগ সময় তিনি কলকাতায় বসে থাকেন। আমরা চাই যেসব রাজ্য সরকারের প্রকল্প আছে সেগুলোর ঠিকঠাক পরিষেবা যাতে দেন জনপ্রতিনিধিরা।” এই নিয়ে বসিরহাট হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি এসকেন্দার গাজী বলেন, ”আমাদের কাছে এই রকম একটা খবর এসেছে বিষয়টা দেখছি, কে বা কারা পোস্টার মারল, এটা সিপিএম পার্টির কাজ হতে পারে বলে মনে করা হচ্ছে, কেননা এক সময় তিনি সিপিএমের বিধায়ক ছিল, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তৃণমূলের কেউ করেছে কিনা আমার মনে হয় না।”