ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ নানা কারচুপির অভিযোগে বিদ্ধ বিহার পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে বসছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)
। জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা সাফ জানিয়েছেন, যতদিন পর্যন্ত না দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়, ততদিন অনশন চালিয়ে যাবেন। রবিবার পিকের অনশন (hunger strike)বিক্ষোভ চতুর্থ দিনে পড়ল।( hunger strike enters fourth day)
বিপিএসসির পরীক্ষা নিয়ে বিতর্ক
বিপিএসসির( ৭০ তম পরীক্ষা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ নানা কারচুপির অভিযোগে বিদ্ধ বিহার পাবলিক সার্ভিস কমিশন। ৭০-তম বিপিএসসি পরীক্ষা পুনরায় নিতে হবে, এই দাবিতে অনড় শিক্ষার্থীরা। ছাত্রদের সমর্থনে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন প্রশান্ত কিশোর রবিবার তা চতুর্থ দিনে পড়ল৷ জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা সাফ জানিয়েছেন, যতদিন পর্যন্ত না দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়, ততদিন অনশন চালিয়ে যাবেন তিনি। “সরকার যদি জনগণের কথা না শোনার জন্য একগুঁয়ে থাকে, তবে আমরাও তাদের হঠানোর জন্য একগুঁয়ে।” তিনি আরও তার স্বাস্থ্যের অবস্থা শেয়ার করে আরও যোগ করেছেন, “ডাক্তাররা মনিটরিং করছেন, আমি ঠিক আছি, ভাইটালসের অবনতি হতে পারে, ডাক্তাররা যত্ন নেবেন। আমাদের এই জায়গা ছেড়ে যাওয়ার কোন সুযোগ নেই। যদি তারা জোর করে আমাদের থানায় নিয়ে যায়, তাহলে যখন তারা মুক্তি দেবে, আমরা আবার এখানে এসে আবার বসব।”
আরও পড়ুন: Mamata on BSF: অনুপ্রবেশে BSF-কে তোপ মমতার,পুলিশকেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
চাকরিপ্রার্থীদের পাশে প্রশান্ত কিশোর,অনশনে প্রশান্ত
গত দু’সপ্তাহ ধরে বিপিএসসি (BPSC)পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। ১৩ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের হয়ে সুর চড়ান পিকে।শুক্রবার সন্ধ্যায় পিকের শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা (Doctors are monitoring)। তবে অনশন (hunger strike)জারি রেখেছেন পিকে।
প্রশান্তের অনশনকে কটাক্ষ
প্রশান্ত কিশোরের এই অনশন বিক্ষোভকে নাটক বলে অভিহিত করেছেন বিহারের মন্ত্রী (MINISTER ) মঙ্গল পান্ডে (MANGAL PANDE)।
আরও পড়ুন: Gujarat Suicide Case: স্ত্রীর অত্যাচারে আত্মঘাতী যুবক, বেঙ্গালুরু ও দিল্লির পর এবার গুজরাটে
বিহার সার্ভিসকে নিয়ে এত বিতর্ক (controversy)। রাজনৈতিক ময়দানেও পড়েছে এর আঁচ। আন্দোলন,অনশন থেকে পুলিশের লাঠি চার্জ এসবের পরেও কি মেনে নেওয়া হবে পরীক্ষার্থীদের দাবিগুলি ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।