ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের সময় দুয়ারে হলেও শীতের সবজি (Price Hike) এখনও নাগালে আসছে না আমজনতার। কৃষিপন্যের দাম নাগালে আনতে বারবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (West Bengal Assembly)।। মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার পদক্ষেপ নিয়েছেন। সুফল বাংলার মাধ্যমে কমদামে সবজি দেওয়া হচ্ছে। তবে বড় হিমঘর কম থাকায় আলুর মতো সবজি সংরক্ষনে সমস্যা হচ্ছে তা কার্যত স্বীকার করেছেন কৃষি মন্ত্রী। তবে একাধিক ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি।
সবজির দামের ছোঁয়া এবার বিধানসভায় (West Bengal Assembly)। বছরভরই কৃষিপণ্যের দাম মাত্রাতিরিক্ত থাকায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিয়েছেন। আলু ও পিয়াঁজের দাম এমন পর্যায়ে পৌঁছেছে এক সাধারণের তা প্রায় নাগালের বাইরে। অনেক ক্ষেত্রে সুফল বাংলার স্টলে কমদামে সবজি বিক্রি করে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে রাজ্য। অন্যদিকে কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমঘর অনন্য গুরুত্বপূর্ণ হয়। কৃষিপণ্য যদি চাহিদার থেকে বেশি হয়, তবে আপদকালীন বা পরবর্তী সময় ব্যবহারের জন্য হিমঘরে রাখা হয়। বিধানসভার চলতি অধিবেশনে এই নিয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখেন সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকি।
আরও পড়ুন: Assembly session: ‘কেন্দ্রের বঞ্চনা’ আলোচনায় জমজমাট বিধানসভা, আলোচনা শেষে ওয়াকআউট বিজেপির
এই নিয়ে উত্তরও দেন শোভন বাবু। পরবর্তীতে কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর বক্তাদের আলোচনার জবাবে আরও বিস্তারিত জানান তিনি। তবে আর্থিক কারণে বড় হিমঘর তৈরির ক্ষেত্রে প্রতিবদ্ধকতার কথা মেনে নিয়েছেন কৃষিমন্ত্রী। শীতকাল প্রায় চলে এসেছিল এই সময় বিভিন্নধরনের সবজি বাজারে আসে। ইতিমধ্যে আসতে শুরু হলেও সর্বসাধারণের নাগালে আসেনি, এইক্ষেত্রে সরকার কত দ্রুত ব্যবস্থা নেয় সেটাই দেখার।