ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবার কাঁধ ছাড়িয়ে গেছে ছেলে (Prosenjit Chatterjee)। সরস্বতী পুজোয় কিছু ছবি দেখে তো অবাক নেটিজেনরা। ১২ বছর পর আবার বাবা এবং ছেলেকে অন্য মেজাজে দেখা গেল। তাও আবার এক ফ্রেমে। বলা হচ্ছে, টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তাঁর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের (Trishanjit Chatterjee) কথা। এবারে সরস্বতী পুজোটাই একটু বিশেষ। টলিপাড়ায় তৃষাণজিতকে সবাই চেনে, মিশুক নামে । ১২ বছর পর, ছেলেকে নিয়ে প্রসেনজিৎ একসঙ্গে করলেন সরস্বতী পুজো। সেই ছবি দেখে ভক্তরা ভীষণ আপ্লুত। অনেকেই বললেন, ‘এক ছবিতেই সুপারহিট’।
সরস্বতী পুজোয় এক ফ্রেমে বাবা-ছেলে (Prosenjit Chatterjee)
২০২৫ এ সরস্বতী পুজো মাতিয়ে দিল বাবা আর ছেলে, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জুটি। সরস্বতী পুজোর বিশেষ দিনে প্রকাশ্যে এল মিষ্টি ছবি। এর আগেও বাবা ছেলেকে এক ফ্রেমে বহুবার দেখা গিয়েছে, তবে এমন লুকে দেখা যায়নি। অভিনেতার পরনে সাদা পাঞ্জাবি। তার উপর কালো লাল সুতোর জামদানি কাজ করা। অপরদিকে তৃষাণজিতের পরনে আকাশি রংয়ের পাঞ্জাবী। মুখে মিষ্টি হাসি। সোজা কথায়, সরস্বতী পুজো উপলক্ষে এখন প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে উৎসবের আমেজ। বসন্ত পঞ্চমীতে প্রতিবছর প্রসেনজিতের বাড়িতে বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়। এবছর এক্কেবারে আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন বাবা আর ছেলে।
বাবার মতোই দেখতে হয়েছে মিশুক! (Prosenjit Chatterjee)
প্রসেনজিতের (Prosenjit Chatterjee) ছেলে মিশুক এখনও অভিনয় দুনিয়ায় পা রাখেননি। কিন্তু তাঁর জনপ্রিয়তা কম নয়। অনেকেই বলেন,পুরো বাবার মতোই দেখতে হয়েছেন। মিশুকের কথা বলার ধরন থেকে শুরু করে হাসি, চেহারা সবই যেন এক।
আরও পড়ুন: Saraswati Puja 2025: বাগ্দেবীর আরাধনায় টলিপাড়া, কার বাড়িতে হল কেমন পুজো?
ছেলের জন্য গর্বিত প্রসেনজিৎ
এর আগে ছেলের জন্মদিন উপলক্ষে, প্রসেনজিতের তরফ থেকে ছিল ছেলের জন্য বিশেষ উপহার।।প্রসেনজিৎ অকপটে বলেছিলেন, ছেলের জন্য তাঁর খুব গর্ববোধ হয়। তখন প্রসেনজিতের সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছিল মিশুককে। প্রসেনজিৎ সন্তানকে আস্তে আস্তে নিজের ক্যারিয়ার গড়তে দেখছেন। সন্তানকে ভালো ভাবে বড় হতে দেখে, ভীষণ খুশি প্রসেনজিৎ এবং অর্পিতা। কারণ তাঁরা এমনটাই তো চেয়েছিলেন। প্রসেনজিতের ছেলের পারফরম্যান্স দেখে বহু নেটিজেন বলেছিলেন, যেমন বাবা তেমন ছেলে। অবিকল বাবাকে নকল করে নাচতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ পুত্রকে। বাবা-ছেলে সম্পর্ক যে দারুণ, সে কথা টলিউডের অন্দরে বারংবার শোনা যায়।
আরও পড়ুন: Shah Rukh Khan: মহিলার সপাটে চড়, ট্রেনের সিট নিয়ে ঝামেলা করেছিলেন শাহরুখ!
অভিনয়ে আসবেন মিশুক!
মিশুক প্রসেনজিৎ এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে। গত বছর কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সেই ভিডিও অত্যন্ত গর্বের সঙ্গে শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। বাবার মতোই তৃষাণজিৎ বেশ হ্যান্ডসাম। ফুটবল খেলতে ভীষণ ভালোবাসেন। তবে সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছেও পাল্টায়। শোনা গিয়েছিল, বিদেশে পড়াকালীন তৃষাণজিৎ অর্থাৎ মিশুক নাটকে অভিনয় করেছেন। প্রথমে তাঁর অভিনয়ে আসার ইচ্ছে ছিল না। কিন্তু বাবার গানের রিল ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে, ভবিষ্যতে তিনি অভিনয় আসলেও আসতে পারে। অপেক্ষার দিন গুনছেন তাঁর অনুরাগীরা।