ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ছিল ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Shotyi Bole Shotyi Kichhu Nei) ছবির ট্রেলার লঞ্চ। সেই অনুষ্ঠানে ব্যতিক্রমী সাজে হাজির হলেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। অনুষ্ঠানের ড্রেস কোডের নিয়ম ভাঙলেন তিনি। পোশাকে রাখলেন লালের ছোঁয়া। আর সেটা দেখেই মজার ছলে কী বললেন পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji)? রাহুল নাকি সব সময় বুকে করে লাল নিয়ে বেড়াচ্ছেন! তাহলে কি পলিটিক্যাল ইঙ্গিতেই মজা করলেন সৃজিত?
ব্যতিক্রমী ভাবে ধরা দিলেন রাহুল (Rahul Banerjee)
প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এসভিএফ প্রযোজিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবিতে কৌশিক গাঙ্গুলীকে দেখতে পাবেন আইনজীবীর চরিত্রে (Rahul Banerjee)। তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র। ১৩ জানুয়ারি সোমবার ছিল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ড্রেস কোড ছিল সাদা এবং কালো। মোটামুটি ছবির উপস্থিত সমস্ত কলাকুশলীরা এই ড্রেস কোড মেনে চলার চেষ্টা করেছেন। সবাইকেই দেখা গিয়েছে সাদা আর কালো পোশাকে। কিন্তু একটু ব্যতিক্রমী ভাবে ধরা দিলেন রাহুল বন্দোপাধ্যায়।
সৃজিতের মজা (Rahul Banerjee)
রাহুলের (Rahul Banerjee) পরনে ছিল সাদা শার্ট, তার উপর ব্ল্যাক ব্লেজার। সেই ব্লেজারের পকেটেই ছিল একটা ছোট্ট রেড রঙের রুমাল। যেটি দেখা মাত্র সৃজিত মুখার্জি মঞ্চে মজার ছলেই বললেন, আমাদের সবার মন সাদাকালো হলেও, রাহুলের মনের মধ্যে আছে লালে। রাহুল লালে বিশ্বাসী। ওই জন্য রাহুল বুকে লাল নিয়ে ঘুরে বেড়ান। কথাটা পরিচালক সৃজিত মুখার্জি একেবারেই মজার ছলে বলেছেন। আবার কেউবা মনে করছেন, তিনি ইঙ্গিত করেছেন রাহুলের পছন্দের রাজনৈতিক রঙের দিকে।
আরও পড়ুন: Arun Roy: অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দেব-রুক্মিণী, পরিবারের মতোই মানলেন নিয়ম
১২ জনের মতামত বদলে দেবে মামলার মোড়
সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির ঝলক এর আগেও সামনে এসেছে। উল্লেখ করা হয়েছিল, এখানে এমন একটি মামলার কথা রয়েছে, যে মামলায় ১২ জনের মতামত বদলে দিতে পারে মামলার মোড়। তবে কি সত্যিকে আদৌ ধরা যায় না? এই প্রশ্ন থাকছে ছবিতে। ছবিটি তৈরি হয়েছে ‘রুকা হুয়া এক ফয়সালা’ গল্পের আদলে।
আরও পড়ুন: Dev-Rukmini: ঘুমের ঘোরে এ কি করেন রুক্মিণী? ফাঁস করলেন দেব
অভিনয় করছেন কারা?
ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নামজাদা ১২ জন অভিনেতা অভিনেত্রী। সেই তালিকায় দেখতে পাবেন কৌশিক গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন , অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায় সহ অনেককে। ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট সহ আর্থিক এবং রাজনৈতিক পরিস্থিতি।