ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সংসদে বক্তৃতা দেওয়ার সময় বীর সাভারকার নিয়ে ফের আপত্তিকর মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। মনুস্মৃতি আইনকে উদ্ধৃত করে সাভারকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ফের কি হবেন মামলার মুখোমুখি?
প্রয়াত বীর সাভারকার সম্পর্কে ফের মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। শনিবার সংসদে মনুস্মৃতি আইনকে উদ্ধৃত করে সাভারকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সাভারকারের ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী।
গৌতম আদানি ইস্যু, জর্জ সোরোস বিতর্কে বেশ কিছু দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ চত্বর। রোজ উত্তপ্ত হচ্ছে সংসদও। ভণ্ডুল হচ্ছে অধিবেশন। আদানি ইস্যু রোজ ভণ্ডুল হচ্ছে সংসদের অধিবেশন। বিরোধীদের আক্রমণ শাসক দলের। পাল্টা আক্রমণ বিরোধীদের। বাদানুবাদেই যেন দিন যাপন সংসদে।
আরও পড়ুন: Bangladesh Crisis: বাংলাদেশ ইস্যুতে জেলায় জেলায় প্রভাব কম কেন? BJP-র কাছে জানতে চাইলো RSS
মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা বিজেপি এবং একনাথ শিন্ডের ( eknath shinde ) নেতৃত্বাধীন শিবসেনা জোট সম্প্রতি সে রাজ্যে প্রতিটি জেলায় গৌরব যাত্রা শুরু করেছেন প্রয়াত বীর সাভারকরকে নিয়ে। গৌরব যাত্রার প্রধান লক্ষ্য দেশের প্রতি বীর সাভারকারের অবদানকে সম্মান জানানো। পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনার প্রতিবাদ জানাতেও দেখা যায়। প্রয়াত বীর সাভারকারকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য রাহুল গান্ধীকে সাবধানও করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। কংগ্রেস সূত্রে খবর, সাভারকার প্রসঙ্গে রাহুলকে কোনও অবমাননাকর মন্তব্য না করার পরামর্শও দেওয়া হয়েছে।
রাহুল গান্ধী সাংসদ পদ হারানোর পরেই সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, “আমার পদবি সাভারকার নয়, যে আমি ক্ষমা চেয়ে মাথা নত করবো। আমি গান্ধী, অন্যায়ের কাছে মাথা নিচু করি না।” গত কালই রাহুলকে সতর্ক করেছিলেন মহারাষ্ট্রের শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছিলেন, এমন মন্তব্য করা উচিত নয় যা অন্য সহযোগীদের আহত করে। সেখানে না থেমে মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাহুলের মন্তব্যের প্রতিবাদ জানাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সোমবারের নৈশভোজ বয়কট করলেন।
আরও পড়ুন: বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন! ইতিহাস ভুলছে পদ্মাপাড়, মমতার সুরেই সরব শমীক
এর আগে একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও বীর সাভারকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী।
পুণে আদালতে ওয়েনাড়ের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন বিনায়ক দামোদর সাভারকারের নাতি সাত্যকি সাভারকর। ফের সাভারকার নিয়ে অবমাননাকর মন্তব্য রাহুল গান্ধীর। ফের কি মামলার মুখোমুখি হতে হবে রাহুলকে? চর্চা দেশ রাজনীতিতে।