ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অল্লু অর্জুনের (actor allu arjun) পর এবার রাম চরণ (Ram Charan Fan Dead)। ‘গেম চেঞ্জারের’ (game changer) প্রচার অনুষ্ঠানে এসে ঘটে গেল অঘটন। বাড়ি ফেরার পথে মৃত্যু হল নায়কের দুই ভক্তের। ১০ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা প্রযোজকের (producer) । অল্লু অর্জুনের ঘটনা থেকেই কি শিক্ষা নিলেন রাম চরণ?
কী ঘটেছে? (Ram Charan Fan Dead)
অল্লু অর্জুনের (allu arjun) পর এবার রামচরণ (Ram Charan Fan Dead) । পুষ্পা’ কাণ্ডের (pushpa 2: The Rule) এক মাসের মাথায় দক্ষিণী অভিনেতা রামচরণের ছবির অনুষ্ঠানে এসে মর্মান্তিক পরিণতি দুই ভক্তের। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল দক্ষিণী অভিনেতা রামচরণ অভিনীত ছবি গেম চেঞ্জারের প্রচার অনুষ্ঠান। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রামচরণের দুই ভক্তের। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মুক্তির তারিখ (Ram Charan Fan Dead)
আগামী ১০ জানুয়ারি মুক্তি (10th January) পেতে চলেছে এস শংকর (S. Shankar)পরিচালিত ছবি গেম চেঞ্জার (game changer)। শনিবার ছিল ছবির প্রচার অনুষ্ঠান (Ram Charan Fan Dead)। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় মৃত্যু হল নায়কের দুই ভক্তের। তাদের সঙ্গে আরও দুজন বন্ধু ছিলেন বলে জানা গেছে। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: ছেলের সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন প্রসেনজিৎ, ফিরল পুরনো নস্টালজিয়া
অর্থ সাহায্য ঘোষণা
গেম চেঞ্জারের প্রচার অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু সিরিশ দুই মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। অল্লু অর্জুনের ঘটনা থেকেই কি শিক্ষা নিলেন রাম চরণ?
আরও পড়ুন: New Film Jhumur: বড়পর্দায় শিয়ালের সঙ্গে মানুষের লড়াই, নারী শক্তির গল্প বলবে ‘ঝুমুর’
পুষ্পার ঘটনা
প্রসঙ্গত উল্লেখ্য ,গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। গুরুতর জখম হন ৮ বছরের এক শিশুও। এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। একদিন জেলে থাকার পর তেলঙ্গানা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা। এবার রামচরণের ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েও ঘটে গেল প্রায় একই রকম অঘটন।