ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) তাঁর জন্মদিন (Birthday) উপলক্ষে কাদেরকে ট্রিট দিলেন? জন্মদিন বলে কথা, শুটিং সেটে অভিনেতাকে ট্রিট দিতেই হবে। কেন এমন কথা বললেন শ্বেতা (Shweta Bhattacharya)? অপরদিকে রুবেলের (Rubel Das) গলায় আক্ষেপ। জন্মদিন উপলক্ষ্যে রণজয় কি রুবেলকে খাইয়েছিলেন? সে বিষয়ে কী বললেন রুবেল? জন্মদিনের আগেই শুটিং সেটে হাজির অনুরাগীরা। জন্মদিন সেলিব্রেশন করলেন। রণজয়কে অনুরোধ করলেন, যাতে শ্যামৌপ্তিকে বিয়ে করেন। সত্যি কি তবে রণজয় এবার বিয়ে করবেন? কিন্তু শ্যামৌপ্তির সাথে রণজয়ের প্রেমের সম্পর্কের যে গুঞ্জন, তাতে এখনও সিলমোহর পড়েনি। এ বিষয়ে কী বললেন শ্বেতা? সবটাই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
রুবেলের বার্তা (Ranojoy Bishnu)
রণজয়ের (Ranojoy Bishnu) জন্মদিন উপলক্ষে রুবেল শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ট্রাইব টিভিকে তিনি বলেন, “রণজয় খুব ভালো থাকুক। আর এভাবেই আমাদের দর্শকদের বিনোদন দিতে থাকুক এবং আরও ভালো কাজ করুক। আজ পর্যন্ত ওর থেকে কোনও দিনও পার্টি পাইনি। অপেক্ষা করছি এরপরে হয়ত আমাদের একটা ট্রিট দেবে।”
রণজয়-রুবেলের বন্ধুত্ব (Ranojoy Bishnu)
শোনা গিয়েছিল, রুবেলের বিয়ের অনুষ্ঠান বেশ মজা করেই উপভোগ করেছেন এবং খাওয়া-দাওয়া করেছেন রণজয় (Ranojoy Bishnu)। এক্ষেত্রে রুবেল বলেন, ” ওর (রণজয়) বিবেক যদি কাজ করে তাহলে আমাদের খাওয়াবে। যদি ওর বিবেকে না বলে, তাহলে আমাদের খাওয়াবে না। ” যদিও অভিনেতা রুবেল একথা মজা করে বলেছেন। আরও বলেন ট্রাইব টিভির মাধ্যমে “শুধু এটুকুই বলতে পারি, যাতে বিষয়টা রণজয় দেখে। এবার যদি ওর মনে হয়, কখনও আমাদের খাওয়াবে, তাহলে খাওয়াবে।” প্রসঙ্গত বলে রাখা ভালো, রণজয় বিষ্ণু এবং রুবেল দাস ভীষণ ভালো বন্ধু।
আরও পড়ুন: Ranojoy Bishnu Birthday: রণজয়-শ্যামৌপ্তির বিয়ের দাবি! জন্মদিনে অনুরাগীদের আবদারে কী করলেন অভিনেতা?
ট্রিট না চাইলেও রণজয়কে খাওয়াতে হবে!
অপরদিকে শ্বেতার বক্তব্য অনুযায়ী, “রণজয় পার্টি দিয়েছে, কিন্তু রুবেলকে ইনভাইট করেনি। অভিনেত্রীর কথায়, কোনও ট্রিট না চাইলেও রণজয়কে খাওয়াতে হবে। কারণ এটা আমাদের ফ্লোরের নিয়ম। যার বার্থডে সে খাওয়ায়। এমন মানসিক যন্ত্রণা দেওয়া হবে যে, সে না চাইলেও খাওয়াতে হবে।” কথাটা বলে রীতিমত হেসে গড়িয়ে পড়েন শ্বেতা এবং রণজয়।
অভিনেতা কি সত্যি বিয়ে করবেন ?
এই যে অনুরাগীরা এসে রণজয় এবং শ্যামৌপ্তির বিয়ে দেখতে চাইলেন, এক্ষেত্রে শ্বেতার বক্তব্য, রণজয়কে আলাদা করে বিয়ের চাপ দিতে হবে না। অভিনেতা প্রেম যদি করে তাহলে বিয়েও করবে। উপহারও দেওয়া হবে।
আরও পড়ুন: Sohail Dutta: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অভিনয় ছেড়ে রাজনীতিতে ফিরবেন সোহেল!
রণজয়-শ্বেতা জুটি
বর্তমানে রণজয়কে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অনিকেতের চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্যামলীর ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য।