ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর রুবেল-শ্বেতার (Rubel-Shweta) প্রথম সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sansar Award) শো। জি বাংলার (Zee Bangla) এই শো’য়ে নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন দু’জনে। আর সেখানেই ফাঁস করলেন তাঁদের সংসার জীবনের নানান সিক্রেট। বিয়ের পর রুবেল (Rubel Das) নাকি শ্বেতার (Shweta Bhattacharya) ছেলে হয়ে গিয়েছেন ! কেনই বা এমন কথা বললেন রুবেল? এখন কেমন কাটছে তাঁদের সংসার জীবন? কে বেশি দায়িত্ববান? শ্বেতা নাকি রুবেল?
রুবেল শ্বেতার ছেলে (Rubel-Shweta)
রুবেলের কথায়, “আমার মনে হয় শ্বেতা দায়িত্ব বেশি নিচ্ছে। বর হিসেবে আমাকে সামলাচ্ছে, পাশাপাশি আমি ওর ছেলে হয়ে গেছি। আমাদেরও সোনার সংসার শুরু হয়েছে।” একথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলেন (Rubel-Shweta)।
স্পেশাল সময় কাটাচ্ছেন শ্বেতা-রুবেল (Rubel-Shweta)
ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উদযাপন করেছিলেন তাঁরা (Rubel-Shweta)? শ্বেতার কথায়, “ভালোবাসাটাই আসল। ভালোবাসা পালনের জন্য আলাদা কোনও দিনের দরকার নেই”। শ্বেতা এখন রুবেলের প্রেমিকা থেকে বউ, বিষয়টা কেমন লাগছে অভিনেতার? রুবেলের কথায় “ওই ভাবে আলাদা করে দেখিনি। আগে থেকেই শ্বেতা বউ ছিল। যখন থেকে ঠিক করেছিলাম আমরা বিয়ে করব, তখন থেকেই একে অপরকে স্বামী স্ত্রী ভাবতাম। স্বামী স্ত্রী মানে শুধুমাত্র একসাথে থাকা নয়, ইমোশনালি একে অপরের সঙ্গে অ্যাটাচড ছিলাম। একে অপরকে মন থেকে ওটাই ভাবতাম। আর এখন স্পেশাল যেটা ভালো লাগছে, সেটা হল আমরা একসাথে থাকতে পারছি। আরও অনেক স্বপ্ন দেখছি। যে স্বপ্নগুলো আমরা দুজন একসাথে আগামী দিনে পূরণ করব।”
আরও পড়ুন: Ankush Hazra: ছোটবেলায় ফিরলেন অঙ্কুশ! প্রসেনজিৎ এবং জিতের সিনেমা দেখতে কী করতেন?
শ্বেতা-রুবেলের খুনসুটির ঝগড়া
বিয়ের পর কি দুজনের মধ্যে একবারও ঝগড়া হয়েছে? এ প্রসঙ্গে শ্বেতা অকপটে বলেন “একেবারেই না।” যদিও রুবেল বলেন, “আমাদের মধ্যে এখন যে ঝগড়া হয়, তার স্থায়িত্ব বড় জোর এক দেড় ঘন্টা। তারপর মিটে যায়। যাকে বলে খুনসুটির ঝগড়া। আমাদের প্ল্যাটিনামের সংসার করার প্ল্যান আছে।” রুবেলের কথায় শ্বেতা আদর্শ বউ। কমপ্লিমেন্ট হিসেবে সর্ব সমক্ষে শ্বেতাকে উষ্ণ চুমুও খান। লজ্জায় এক গাল হেসে ফেললেন শ্বেতা।
আরও পড়ুন: Sikandar New Song: হোলির আগেই রঙিন মেজাজে সলমন, নাচলেন ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনিতে
মুখ্য চরিত্রে শ্বেতা-রুবেল
প্রসঙ্গত, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এতদিন দেখা যাচ্ছিল সৃজনকে অর্থাৎ রুবেলকে। এখন রুবেলকে দেখা যাচ্ছে জি বাংলার আরেকটি নতুন ধারাবাহিকে ‘তুই আমার হিরো’তে। যেখানে সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অপরদিকে শ্বেতাকে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্যামলী চরিত্রে।