ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ভোররাতে বলিপাড়ার বিখ্যাত অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি করা হয় বলে জানা গিয়েছে। সেই সময় সইফ দুষ্কৃতীদের বাধা দিলে তার গায়ে বসানো হয় ছুরির কোপ।
এখন কেমন আছেন অভিনেতা (Saif Ali Khan)
ছুরির আঘাতে বেশ খানিকটা রক্ত ঝরেছে অভিনেতার (Saif Ali Khan)। ছুরি দিয়ে তার হাতে ৬ বার আঘাত করা হয়। সূত্র মারফত খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে। বার করা হয়েছে ছুরির ফলা। উক্ত হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, সইফের শরীরে ৬টি ক্ষতের মধ্যে, দুটি ক্ষত অত্যন্ত গভীর। শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা। সইফের অস্ত্রোপচার করার দায়িত্বে রয়েছেন নিউরো সার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী।
আটক তিন সন্দেহভাজন (Saif Ali Khan)
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বৃহস্পতিবার অভিনেতার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে। এই বিষয়ে এখন গভীর তদন্ত চলছে। ইতিমধ্যেই তিন জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই থানার পুলিশ।
ভোররাতেই ডাকাতির চেষ্টা
মুম্বাইয়ের বান্দ্রায় সইফের (Saif Ali Khan) বাড়িতে হঠাৎই ডাকাতির চেষ্টায় ঢুকে পরে একদল দুষ্কৃতী। ডাকাতি করায় বাধা দিতেই ঘটে বিপত্তি। অভিনেতার গায়ে ছুরি দিয়ে আঘাত করেন ডাকাত দলের দুষ্কৃতীদের মধ্যে একজন। বৃহস্পতিবার ভোরবেলা এই ঘটনাটি ঘটে। সূত্র মারফৎ জানা গেছে, বাড়ির সকলেই তখন ঘুমোচ্ছিলেন।
আরও পড়ুন: Alia Bhatt: খেলার মাঠে ঘাম ঝরাচ্ছেন আলিয়া, অ্যাথলিটের বায়োপিকের প্রস্তুতি নয় তো?
কেমন আছেন সইফের পরিবারের বাকিরা?
প্রাথমিকভাবে জানা যায়নি যে ঘটনার সময় সইফের স্ত্রী করিনা কাপুর খান বাড়িতে ছিলেন কিনা। তবে বাড়ির বাইরে হাসপাতালে যাবার সময় জেষ্ঠ্য পুত্র ইব্রাহিম ও এক পরিচারককে দেখা যায়। করিনা কাপুর খানের টিমের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে সইফের অস্ত্রোপচার চলছে। পুলিশও তাদের মতো করে তদন্ত চালাচ্ছে। অনুরাগীদের সকল রকম জল্পনা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। পরিবারের বাকি সকলে এখন নিরাপদ স্থানেই আছে।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya: মঞ্চে নাচ দেখাতেই ব্যস্ত? দিলজিৎকে কটাক্ষ অভিজিতের
আতঙ্কে বলিপাড়ার সেলেব মহল
এই ঘটনার পরই বলিপাড়ার আরও এক জনপ্রিয় অভিনেত্রী দেশের আইন-শৃঙ্খলা নিয়ে যথারীতি প্রশ্ন তুলেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে, “দেশে আইন রয়েছে, কিন্তু শৃঙ্খলাটা কোথায়?”
এরপরই তিনি অভিনেতা সইফ আলি খানের সুস্থতা কামনা করেছেন। এই বিষয়ে জুনিয়র এনটিআর লেখেন, “সইফের উপর এহেন আক্রমণের ঘটনার কথা শুনে আমি ভীষণ অবাক হয়েছি। সইফ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”