ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছর শুরুতেই আবারও হুমকির মুখে সলমন খান (Salman Safety)? বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা। বদলে ফেলা হল গ্যালাক্সসি-র জানালার কাঁচ। তবে কি আবারও হুমকির শিকার সলমন? ভিডিয়ো দেখে চিন্তায় অনুরাগীরা। সেখানে এমন কাচ বসিয়ে দেওয়া হচ্ছে যাতে বাইরে থেকে কিছুই না ঠাওর করা যায়। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসেছেন নেটিজেনরা। তবে কি ফের বিপদ ঘনিয়ে এসেছে? সলমন খান কি ফের হুমকি পেয়েছেন? সেই উত্তর অবশ্য অধরা।
বুছরের শুরুতেই হুমকি (Salman Safety)
বছর শুরুতেই আবারও হুমকির মুখে সলমন খান (Salman Safety)? বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা। ভিডিয়ো দেখেই চিন্তিত অনুরাগীরা। সেখানে এমন কাচ বসিয়ে দেওয়া হচ্ছে যাতে বাইরে থেকে কিছুই না ঠাওর করা যায়। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসেছেন নেটিজেনরা। তবে কী ফের বিপদ ঘনিয়ে এসেছে? সলমন খান কি ফের হুমকি পেয়েছেন? সেই উত্তর অবশ্য অধরা। ২০২৪-এর বেশিরভাগ সময়ই আতঙ্কে কেটেছে সলমনের। লরেন্স বিষ্ণইদের টার্গেটে ভাইজান। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। বারবার সলমনকে হুমকির মুখে পড়তে হয়েছে। ভাইজানের কাছ থেকে মোটা অংকের টাকা চেয়ে হুমকি বার্তা পাঠানো হয়েছে, নয়তো ক্ষমা চাইতে বলা হয়েছে বিষ্ণোয়িদের মন্দিরে গিয়ে।
খুব ঘনিষ্ঠ বন্ধু (Salman Safety)
গত বছর খুন হয়েছেন সলমনের ঘনিষ্ট বন্ধু বাবা সিদ্দিকী (baba siddiqui)। খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণইয়ের গ্যাং (lawrence vishnoi gang)। তারপর থেকেই ভাইজানের নিরাপত্তা (Salman Safety) কঠোর করা হয়েছে। এবার বদলে ফেলা হল গ্যালাক্সসি-র জানালার কাঁচ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আবার কি কোন অঘটন ঘটলো? আবারও কি হুমকির মুখে সলমন?
আরও পড়ুন: Nicole Kidman: গোল্ডেন গ্লোবসে প্রতিফলিত ভারতীয় সংস্কৃতি, হলিউড অভিনেত্রী জানালেন নমস্কার
আগেও চলেছে গুলি
এর আগেও গ্যালাক্সসি-র সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। একের পর এক হুমকি এসেছে সলমন ঘনিষ্ঠ পরিজনদের কাছে। প্রাতঃভ্রমণে বেরিয়ে সরাসরি হুমকি পেয়েছেন সলমন খানের বাবা সেলিম খান (salim khan)। এই উদ্বেগের কারণেই জন্মদিনে অতটা উচ্ছাস দেখাতে পারেননি ভাইজান। গত বছরই নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি (bullet proof car) কিনেছিলেন সলমন।
আরও পড়ুন: Rukmini Maitra: মানত পূরণ হয়েছে, দক্ষিণেশ্বরে ১৪০ প্রদীপ ভাসাবেন রুক্মিণী
নতুন ছবির টিজার
দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে সলমনের নতুন ছবি সিকান্দারের টিজার (sikandaar teaser) । মনে করা হচ্ছে, বাস্তব জীবনে ঘটে চলা চ্যালেঞ্জের উত্তর দিয়েছেন টিজারে। ভিডিও দেখে নেটাগরিকের অনুমান, শত্রুদের উদ্দেশ্যেই নাকি বিশেষ বার্তা দিয়েছেন সলমন টিজারের দ্বারা।