ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani) এক সময় বলিউডে ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁকে সবাই সলমন খানের (Salman Khan) প্রেমিকা হিসেবেই চেনেন। সঙ্গীতার খামার বাড়িতে বড়সড় চুরি হওয়ার অভিযোগ উঠেছে।
চুরি হয় সবকিছু (Sangeeta Bijlani)
৯ জুলাই সঙ্গীতার জন্মদিন ছিল (Sangeeta Bijlani)। ১৮ জুলাই তিনি খামার বাড়িতে যান। সেখানে গিয়ে সঙ্গীতা অবাক। কারণ ইতিমধ্যেই তাঁর বাড়ি ভাঙচুর হয়েছে এবং চুরি গিয়েছে নানা মূল্যবান জিনিস। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, বাড়ির মূল দরজা ভাঙ্গা ছিল। জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়েছে এবং টিভি, বিছানা, খাট, দামী আসবাব, ফ্রিজ কিছুই নেই তাঁর ঘরে। ঘরে একটা টিভি সেট পুরো ভাঙ্গা এবং বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙ্গা হয়েছে।
বিশ্নোই গ্যাং এর হাত! (Sangeeta Bijlani)
গত বছর হামলা হয়েছিল সলমন খানের (Salman Khan) মুম্বাইয়ের বাড়িতে। তারপর থেকেই সলমনের জীবন কড়াকড়ি ভাবে বাঁধা (Sangeeta Bijlani)। বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা হয়েছে বারান্দা। এমনকি সর্বক্ষণ নিরাপত্তা রক্ষীর সাথে চলাফেরা করতে হয় অভিনেতাকে। তবে এবার হামলা হল তাঁর বান্ধবী সঙ্গীতার বাড়িতে। এতে অনেকে বিশ্নোই গ্যাং এর হাত আছে বলে মনে করছেন।
অটুট সম্পর্ক
শোনা গিয়েছিল, সলমনের সাথে সঙ্গীতার ভালো সম্পর্ক ছিল অর্থাৎ বন্ধুত্ব। আর বন্ধুত্ব থেকে তাঁদের বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁদের বিয়ে ভেঙে যায়। যদিও সঙ্গীতা সলমনের বন্ধুত্বে সম্পর্ক অটুট আছে। একে অপরের বাড়ি আসা-যাওয়া রয়েছে। সলমনের বাড়িতেও আসতেন সঙ্গীতা। সলমনের কাছের বান্ধবী হওয়ার কারণে সঙ্গীতার বাড়িতে ভাঙচুরের পিছনে বিশ্নোই গ্যাং এর যোগাযোগ আছে, বলে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Srijit Mukherji: সুস্মিতার সাথে প্রেম রহস্য? ফাঁস করলেন সৃজিত
খতিয়ে দেখা
মহারাষ্ট্রের পুণের মাভলে ত্রিকোণা গ্রামে সঙ্গীতার খামারবাড়ি রয়েছে। বাবার অসুস্থতার জন্য তিনি কয়েক মাস যেতে পারেননি পুনের খামার বাড়িতে। তার মধ্যে ঘটে গেছে এমন ঘটনা। জানা গিয়েছে, অভিনেত্রীর বাড়িতে কিছুই তেমন নেই, সবকিছুই ভাঙচুর করা হয়েছে। প্রচুর দামী দামী জিনিসপত্র চুরি হয়ে গেছে। পুলিশ ক্ষতিয়ে দেখছে ঘটনাটি। তবে প্রাথমিক ধারণা, এর পিছনে কোনও বড় দলের যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Lata Mangeshkar: অন্যদের সুযোগ দিতেন না লতা মঙ্গেশকর? মুখ খুললেন অনুরাধা
অভিনয় থেকে দূরে
প্রসঙ্গত সঙ্গীতা বিজলানি ৮০-৯০ দশকের জনপ্রিয় একজন বলিউড অভিনেত্রী। তিনি ‘যোদ্ধা’, ‘হত্যার’, ‘ত্রিদেব’ এর মত অনেক ছবিতে অভিনয় করে সাফল্য অর্জন করেছিলেন। সঙ্গীতা বিজলানির সঙ্গে আজহারের বিয়ে হয়েছিল। তবে তাঁদের বিয়ে টেকেনি। ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এক সময় তাঁদের মাখোমাখো সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে দেখা গিয়েছিল। তবে অভিনেত্রী এখন অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন।