Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বলিউডের নামজাদা পরিচালক সঞ্জয় লীলা বনশালী ( Sanjay Leela Bhansali) ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে ,পরিচালক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন ! যা শুনে তাজ্জব অনেকেই। ঘটনাটি ঘটেছে ছবির শুটিং চলাকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে। কী এমন ঘটল ? কে করলেন অভিযোগ? কোন ছবির শুটিং চলছিল?

কী দাবি করা হয়? (Sanjay Leela Bhansali)
অভিযোগকারী প্রতীক রাজ মথুর দাবি করছেন ( Sanjay Leela Bhansali) , সঞ্জয় লীলা বনশালীর তরফ থেকে একটি লাইন প্রোডিউসার হিসাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। আর বিনা পারিশ্রমিকে তাঁকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। তিনি এই কাজের সাথে যুক্ত রয়েছেন বলে মনে করছেন পরিচালক ও টিমের দুই সদস্য অরবিন্দ গিল ও উৎকর্ষ বালি। অভিযোগকারীর দাবি, দায়িত্ব দেওয়ার পর তিনি শুটিংয়ের যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন, এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁর সাথে দুর্ব্যবহার করেন পরিচালক বনশালী ও তাঁর টিমের দুই সদস্য। শোনা যাচ্ছে এমনটাই।

আশায় সিনেমা প্রেমীরা (Sanjay Leela Bhansali)
রাজস্থানের বিকানেরে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ও তাঁর দুই টিমের সদস্যের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে । এই ঘটনার তদন্ত করছেন বিচ্ছওয়াল থানার অফিসার গোবিন্দ সিং চরণ। এই বিগ বাজেটের ছবিটি নিয়ে আশায় রয়েছেন সিনেমা প্রেমীরা। কারণ সঞ্জয় লীলা বনশালীর ছবি মানে তা এক অন্যরকম গল্প, অভিনয় ফুটে ওঠে পর্দায়। ‘লাভ অ্যান্ড ওয়ার ‘ ছবিটি ২০২৬-এ মুক্তি পাবার কথা আছে। তবে সিনেমাপ্রেমীরা আশায় রয়েছেন ,তার আগেই যাতে এই জট কেটে যায়।

বিগ বাজেটের ছবি (Sanjay Leela Bhansali)
‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War) একটি বৃহৎ পরিসরের চলচ্চিত্র। মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। ইতিমধ্যে ছবির শুটিং বেশ খানিকটা এগিয়েছে। এদিকে সঞ্জয় লীলা বনশালীর তরফ থেকে এই অভিযোগ সম্পর্কে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিট ছবির উপহার (Sanjay Leela Bhansali)
সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) বলিউডের এক বিশিষ্ট পরিচালক ও প্রযোজক। তিনি মূলত চকচকে সেট, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংগীতনির্ভর চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তার উল্লেখযোগ্য ছবিগুলি মধ্যে কয়েকটি হল ‘ দেবদাস’, ‘বাজিরাও মস্তানি ‘ ,’পদ্মাবত ‘,’ গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ‘ । এই ছবিতে ‘গাঙ্গুবাই ‘ চরিত্রে আলিয়া ভাটের অভিনয় তাঁর কেরিয়ারে সাফল্য এনে দিয়েছিল।

আরও পড়ুন: Lightning Strike: পৃথিবীতে কেন বজ্রপাতের হার ক্রমশ বাড়ছে?
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালীর নাম বলিউডে এক শক্তিশালী ও প্রভাবশালী নাম। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই গোপনীয় ও অন্তর্মুখী। তিনি খুব একটা সংবাদমাধ্যমে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন না। সঞ্জয় লীলা বনশালী এমন একজন শিল্পী,যিনি নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে নিজের সৃষ্টিশীলতায় প্রকাশ করেছেন। সিনেমাই যেন তাঁর জীবনের আসল আত্মজীবনী।