ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল (Shehnaaz Gill) বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৫ আগস্ট হঠাৎ করেই শোনা যায়, শেহনাজ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
কী হয়েছে অভিনেত্রীর? (Shehnaaz Gill)
জানা গিয়েছে, শেহনাজ গিল (Shehnaaz Gill) ‘লো ব্লাড প্রেসার’ অর্থাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে দুর্বলতা অনুভব করছিলেন। ফলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাঁকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দেখা করা (Shehnaaz Gill)
ঘটনার পরপরই তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ‘বিগ বস ১৮’-এর বিজয়ী কর্ণবীর মেহতা হাসপাতালে (Shehnaaz Gill) গিয়ে শেহনাজের সঙ্গে দেখা করেন। ইনস্টাগ্রামে তিনি শেহনাজের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে অভিনেত্রীকে হাস্যোজ্জ্বল ও শক্ত মনোভাবের সঙ্গে পরিস্থিতি সামলাতে দেখা যায়। কর্ণবীর ভক্তদের উদ্দেশ্যে বলেন, “এই মেয়েটার দ্রুত সুস্থতা কামনায় সবাই প্রার্থনা করুন।” শেহনাজের অসুস্থতার খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ার পর বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে । তবে আশার কথা, শেহনাজের অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসকদের মতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
দ্রুত আরোগ্য কামনা
শেহনাজ গিলের পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি শেহনাজের অসুস্থতা নিয়ে। তবে বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ভক্ত ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শেহনাজের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন। তাঁর সাহসিকতা এবং ইতিবাচক মনোভাব দেখে অনেকেই অনুপ্রাণিত।
অনুরাগীদের পরামর্শ
অনেকের মতে অভিনেত্রী শেহনাজ একসাথে অনেকটাই ওজন কমিয়েছেন । ফলে শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আবার অনেকেই বলছেন, শেহনাজের ওজন একটু বেশি থাকলে আরও বেশি মিষ্টি লাগে। তবে অনুরাগীরা তাঁর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলেছেন ও ভালোভাবে খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছেন ।
আরও পড়ুন: Ghatal Flood Situation: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দিলেন অ্যাকশনের হুঁশিয়ারি!
নিজের কাজে ব্যস্ত
২০১৯ এ ‘ বিগ বস’ এর সুবাদে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। রিয়ালিটি শো এর প্রতিযোগী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। মিউজিক ভিডিওতেও দুজনকে দেখা গিয়েছে বহুবার। তবে সিদ্ধার্থর অসময়ে চলে যাওয়াতে মেনে নিতে পারেননি অভিনেত্রী। ভেঙ্গে পড়েছিলেন খুবই । তবে অনেকটা সময় পর নিজেকে সামলে কাজে ফিরেছেন। এমনকি সে সময় সলমন খান ( Salman Khan) অভিনেত্রীকে অতীত ভুলে এগিয়ে যাওয়ার কথা বলেছিলে। যাইহোক শেহনাজ বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন।