Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্যামনে এল সিকান্দারের টিজার (Sikandar Teaser)। টিজারে একঝলকে দেখা গিয়েছে অ্যাকশনে ভরপুর ছবি বেশ কিছু দৃশ্য। টিজার চাঞ্চল্য ছড়িয়েছে ফ্যানদের মনে।
প্রকাশ্যে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর টিজার (Sikandar Teaser)
অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সালমান খান ও রশ্মিকা মন্দান্না অভিনীত ‘সিকান্দার’-এর টিজার (Sikandar Teaser)। পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবির অ্যাকশন দৃশ্যই ছবির প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে।
সালমান খানের ধামাকাদার এন্ট্রি (Sikandar Teaser)
টিজারটি এক মিনিট ২১ সেকেন্ড দীর্ঘ (Sikandar Teaser)। সালমান খানের জাঁদরেল এন্ট্রির মাধ্যমেই শুরু হয়েছে ভিডিওটি। সালমান খানের প্রথম সংলাপেই স্পষ্ট হয়ে যায়, তিনি কেন ‘সিকান্দার’ নামে পরিচিত। তিনি বলেন, “আমার ঠাকুমা আমায় সিকান্দার নামে ডাকতেন, আর দাদু ডাকতেন সঞ্জয়।” এরপর আসে সংলাপ, “আর প্রজা বলত রাজাসাহেব।”
অ্যাকশন, সংলাপ আর মারপিটের দুর্দান্ত মিশেল
টিজারে একের পর এক অ্যাকশন দৃশ্য উঠে আসে, যেখানে সিকান্দার একাই শত্রুদের নাস্তানাবুদ করছেন। “কায়দে মে রহো, ফায়দে মে রহোগে” এবং “ইনসাফ নয়, হিসাব করতে এসেছি”-এর মতো সংলাপগুলি ছবির মাস অ্যাপিল আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: Nilanjanaa Sharma: নীলাঞ্জনার জীবনে নতুন ঝড়! মহাকুম্ভে গিয়ে কোন দুঃসংবাদ শুনলেন?
রশ্মিকা মন্দান্নার সংক্ষিপ্ত উপস্থিতি
টিজারে রশ্মিকা মন্দান্নারও এক ঝলক দেখা যায়। তিনি সালমান খানকে বলেন, “তোমার শত্রুর সংখ্যাটা কিন্তু কম নয়!” এছাড়াও টিজারে গান ও নাচের কিছু দৃশ্যও দেখা গেছে।
কবে মুক্তি পাবে ‘সিকান্দার’?
২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দার’। ছবিতে কাজল আগরওয়ালও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: Bengali Serial TRP: আবারও ‘পরিণীতা’র মাথায় টিআরপির শিরো
ছবির গল্প এখনো রহস্যে মোড়া
এখনও পর্যন্ত ছবির গল্প নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা করছে।
সালমান ও রশ্মিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি
সালমান খানকে শেষ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ ও ওয়ামিকা গব্বি অভিনীত ‘বেবি জন’ ছবিতে অতিথি চরিত্রে। রশ্মিকা মন্দান্না শেষবার ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’ ছবিতে ‘যেসুবাই ভোঁসলে’-র চরিত্রে অভিনয় করেছিলেন।