ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ভাইরাল হচ্ছে (Smith and Kohli)। এখানে ব্যবহারকারীরা নিশ্চিত যে এতে স্টিভ স্মিথ বিরাট কোহলিকে নিশ্চিত করছেন যে তিনি ওয়ানডে খেলা ছেড়ে দিচ্ছেন।
ভারতের বিরুদ্ধে হারের কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা স্মিথের (Smith and Kohli)
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের কয়েক ঘণ্টার মধ্যেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন (Smith and Kohli)।
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্মিথ (Smith and Kohli)
স্মিথ ১৭০টি ওডিআই ম্যাচে ৫৮০০ রান করেছেন, যা অস্ট্রেলিয়ার হয়ে পুরুষদের ওডিআই ক্রিকেটে ১২তম সর্বোচ্চ রান।
আরও পড়ুন: ICC Championship 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, নিউজিল্যান্ডের হুঁশিয়ারি!
স্মিথ ইনস্টাগ্রামে লেখেন, “এখন সময় এসেছে আমার ওডিআই অধ্যায় শেষ করার। ক্যানারি ইয়েলো (অস্ট্রেলিয়ার জার্সি) গায়ে তোলা আমার জন্য বিশাল সম্মানের বিষয় ছিল। দুইবার বিশ্বকাপজয়ী দলে থাকতে পেরে আমি গর্বিত। সবাইকে ধন্যবাদ এই দুর্দান্ত যাত্রায় পাশে থাকার জন্য।”
কোহলির আগে থেকেই জানা ছিল স্মিথের সিদ্ধান্ত?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মনে করা হচ্ছে বিরাট কোহলি আগেই জানতেন স্মিথের অবসরের ব্যাপারে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি স্মিথকে অভিবাদন জানিয়ে জিজ্ঞাসা করছেন, ‘তুমি কি তোমার শেষ ওডিআই খেললে?’ স্মিথ তখন মাথা নেড়ে সম্মতি দেন।
অস্ট্রেলিয়ার সফল অধিনায়ক স্মিথ
স্মিথ ৬৪টি ওডিআই-তে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন, যার মধ্যে ৩২টি ম্যাচ জিতেছেন, ২৪টি হেরেছেন, আর ৪টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। তিনি ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন। এছাড়া, তার লেগস্পিনে ২৮টি উইকেটও রয়েছে। স্মিথ ওডিআই-তে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৬৪ রান) করার রেকর্ডটি কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে শেয়ার করেন।
দুই বিশ্বকাপজয়ী দলে ছিলেন স্মিথ
স্মিথ ২০১৫ (অস্ট্রেলিয়া) ও ২০২৩ (ভারত) বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ী দলের সদস্য ছিলেন। স্মিথ বলেন, “অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। দুইবার বিশ্বকাপ জেতা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। অনেক দুর্দান্ত সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি। এখন সময় এসেছে পরবর্তী প্রজন্মের জন্য জায়গা ছাড়ার, যাতে তারা ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারে।”
টেস্ট ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন স্মিথ
স্মিথ জানান, তিনি টেস্ট ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট আমার অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, শীতে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আমি উদগ্রীব। আমি মনে করি, এখনও টেস্ট ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে।”